২০২১, ২০২২ এরপর ২০২৪ সালে আন্তর্জাতিক ট্রফি হাতে তুলল আর্জেন্টিনা। লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়া ক্যারিয়ারের শুরুটা আন্তর্জাতিক স্তরে আশানুরূপ করতে না পারলেও তাঁরা শেষের দিকটা হাসিমুখে করলেন।
কোপা আমেরিকা জিতে অবসর নিলেন মারিয়া। লিওনেল মেসিও ক্যারিয়ারের শেষের দিকে আছেন। তবে কোপা আমেরিকার এই ফাইনাল ম্যাচটা মেসি শেষ করলেন চোখের জলে। ট্রফি জিতলেও চোটের জন্য মাঠ ছাড়েন তিনি। ম্যাচ শেষে মেসির ফুলে যাওয়া অ্যাঙ্কেলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে।
মঙ্গলবার নিজের চোট, আবেগ আর অন্যান্য বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। যেখানে ভক্ত-সমর্থকদের আশ্বস্ত করলেন আর্জেন্টাইন অধিনায়ক। জানালেন, শীঘ্রই ফিরবেন মাঠে।
নিজের চোটের অবস্থা জানিয়ে মেসি লিখেন, ‘কোপা আমেরিকা শেষ। প্রথমেই আমি আমাকে দেওয়া বার্তা আর অভিনন্দনের জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমি ঠিক আছি। ঈশ্বরকে ধন্যবাদ। আশা করছি, দ্রুতই আমি মাঠে ফিরতে পারব এবং আমি যে কাজটা করতে সবচেয়ে বেশি ভালোবাসি, সেটা উপভোগ করব।’
এরপর মেসি লিখেন, ‘ফিদেও (দি মারিয়া) আমাদের ছেড়ে গেছে। কিন্তু আমরা আরেকটি কাপ জিতেছি। এ কারণে আমি খুব খুশি। বড় ব্যাপার হচ্ছে, তার মতো ওতা ও আমি—আমরা বিশেষ রোমাঞ্চ নিয়ে অনুভব করছি।’
শেয়ার বিজনেস24.কম
























