
কাঁচাপাট রপ্তানিকারকদের জন্য বিশেষ ঋণ সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ২ শতাংশ ডাউন পেমেন্টে শতভাগ বিদেশি মুদ্রা অর্জনকারী এসব রপ্তানিকারকদের ঋণ দুই বছরের জন্য স্থগিত করা যাবে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বাণিজ্যিক ব্যাংকগুলোকে এই সুবিধা কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কাঁচাপাট রপ্তানিকারকদের চলমান সমস্যা সমাধানে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, ঋণ স্থিতির ২ শতাংশ ডাউন পেমেন্ট নিয়ে পুনরায় দুই বছরের জন্য মরাটোরিয়াম সুবিধা প্রদান করা হবে। এই সুবিধা দেওয়ার ক্ষেত্রে ২০২৪ সালের ৩১ মার্চ ভিত্তিক বিদ্যমান ঋণ স্থিতি বিবেচনায় নিতে হবে।
তবে, ঋণের অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে। উল্লেখ্য, ২০২২ সালের জুন মাসেও বাংলাদেশ ব্যাংক এ ধরনের ঋণ সুবিধা দিয়েছিল। এবারও একই সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা।
শেয়ার বিজনেস24.কম