ঢাকা   শনিবার ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

হৃদয়ের সুরক্ষা কর্মস্থলেই: ব্র্যাক ব্যাংকে সিপিআর ও হার্ট অ্যাটাক সচেতনতামূলক সেশন

কর্পোরেট

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৬:১৩, ৯ মে ২০২৫

হৃদয়ের সুরক্ষা কর্মস্থলেই: ব্র্যাক ব্যাংকে সিপিআর ও হার্ট অ্যাটাক সচেতনতামূলক সেশন

কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় দৃষ্টান্ত স্থাপন করেছে ব্র্যাক ব্যাংক। ৯ এপ্রিল ঢাকায় ব্যাংকটির প্রধান কার্যালয়ে আয়োজিত হয় একটি বিশেষ স্বাস্থ্য সচেতনতা সেশন, যেখানে আলোচনা হয় হার্ট অ্যাটাক প্রতিরোধ এবং কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর) বিষয়ক গুরুত্বপূর্ণ দিক নিয়ে।

এই সেশনে সহযোগিতা করে ইউনিকো হসপিটালস। অংশ নেয় ১০০-এরও বেশি ব্যাংক কর্মকর্তা-কর্মচারী। হার্ট অ্যাটাকের কারণ, লক্ষণ ও তাৎক্ষণিক প্রতিক্রিয়ার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ইউনিকোর কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট প্রফেসর ডা. মঈন উদ্দিন আহমেদ। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ইউনিকো হসপিটালসের সিইও আর্দ্রা কুরিয়েন এবং আসগর আলি হাসপাতালের নার্স ম্যানেজার ভবে সুশীলা।

ব্যাংক কর্মীদের জন্য হাতে-কলমে সিপিআর শেখানো হয়, যেন জরুরি মুহূর্তে একজন কর্মী আরেকজনের জীবন রক্ষা করতে পারেন।

ব্র্যাক ব্যাংকের হেড অব হিউম্যান রিসোর্সেস আখতারউদ্দিন মাহমুদ জানান, “সুস্বাস্থ্যই কার্যকর কর্মপরিবেশের মূল চাবিকাঠি। তাই কর্মীদের নিরাপত্তা ও সচেতনতা বাড়াতে আমাদের এ প্রয়াস।”

এই আয়োজন ব্র্যাক ব্যাংকের দীর্ঘমেয়াদি কর্মীকল্যাণ এবং অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ গঠনের ধারাবাহিক প্রয়াসের অংশ।