
প্রতি বছরের মতো এ বছরের সেপ্টেম্বরে নতুন আইফোন সিরিজ উন্মোচন করতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। প্রযুক্তি বিশ্বে এখন আইফোন ১৭ সিরিজ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। বিভিন্ন সময়ে ফাঁস হওয়া তথ্য ও গুঞ্জন থেকে ইতোমধ্যে নতুন ফোনগুলোর সম্ভাব্য ডিজাইন, ফিচার ও অপারেটিং সিস্টেম সম্পর্কে বেশ কিছু ধারণা পাওয়া গেছে।
নতুন সিরিজে মোট চারটি মডেল আসতে পারে। এর মধ্যে রয়েছে আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স ও আইফোন ১৭ এয়ার। মডেলগুলোর মধ্যে ‘এয়ার’ মডেলটি হবে আল্ট্রা স্লিম ডিজাইনের।
সাধারণত প্রতি বছরের সেপ্টেম্বরে নতুন আইফোন সিরিজের ঘোষণা দিয়ে থাকে অ্যাপল। তবে ২০২৬ সালে আইফোন ১৮ সিরিজ থেকে এই ধারায় পরিবর্তন আসতে পারে। গুঞ্জন রয়েছে, প্রো মডেলগুলো শরৎকালে এবং সাধারণ মডেলগুলো পরের বছরের বসন্তে আলাদাভাবে উন্মোচন করা হতে পারে।
ফাঁস হওয়া তথ্যানুযায়ী, এবারের সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে ‘আইফোন ১৭ এয়ার’ নামের একটি অত্যন্ত পাতলা মডেল। ব্লুমবার্গের প্রযুক্তি বিশ্লেষক মার্ক গারম্যানের তথ্যমতে, আইফোন ১৭ এয়ারে থাকবে একটি মাত্র ক্যামেরা। এতে ব্যবহার করা হবে অ্যাপলের নিজস্ব তৈরি এ১৯ চিপ। এতে অ্যাপলের নিজস্ব নতুন মডেম ব্যবহার করা হতে পারে। ৬.৬ ইঞ্চির ডিসপ্লের এই ফোনে ডাইনামিক আইল্যান্ড ও ক্যামেরা কন্ট্রোল বাটনও থাকবে। তবে চার্জিং পোর্ট সরিয়ে শুধু ওয়্যারলেস চার্জিংয়ে যাওয়ার পরিকল্পনা থেকে সরে এসেছে অ্যাপল। ফোনটির দাম হতে পারে ৯০০ ডলারের কাছাকাছি। এটি সাধারণ আইফোন ১৭-এর চেয়ে বেশি, কিন্তু প্রো মডেলের চেয়ে কম হবে।
অ্যাপল বিশ্লেষক জেফ পুয়ের তথ্যমতে, এয়ার মডেলে টাইটানিয়াম ফ্রেম ব্যবহার করা হতে পারে। তবে আইফোন ১৭, প্রো ও প্রো ম্যাক্স মডেলে অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার করা হতে পারে, যা টাইটানিয়ামের চেয়েও হালকা।
নতুন ফোনগুলোর সম্ভাব্য রং সম্পর্কেও ধারণা পাওয়া গেছে। ম্যাকওয়ার্ল্ডের প্রতিবেদন অনুযায়ী, আইফোন ১৭ পাওয়া যাবে কালো, সাদা, স্টিল গ্রে, সবুজ, বেগুনি ও হালকা নীল রঙে। এয়ার মডেলটির রং হবে কালো, সাদা, হালকা নীল ও হালকা সোনালি। অন্যদিকে প্রো ও প্রো ম্যাক্স মডেলগুলো কালো, সাদা, ধূসর, গাঢ় নীল ও কমলাসহ কয়েকটি গাঢ় রঙে পাওয়া যেতে পারে।
কেমন হবে নতুন আইওএস ২৬?
নতুন আইফোনগুলো চলবে আইওএস ২৬ অপারেটিং সিস্টেমে। অ্যাপল এবার থেকে বছরের সঙ্গে মিলিয়ে অপারেটিং সিস্টেমের নামকরণ করছে। নতুন এই ওএসের ডিজাইনে ‘লিকুইড গ্লাস’ নামে একটি নতুন ভিজুয়াল অ্যাপ্রোচ ব্যবহার করা হয়েছে।
বেশ কিছু অ্যাপ নতুন করে ডিজাইন করা হয়েছে। লাইভ ট্রান্সলেশন, ছবিতে নির্দিষ্ট উপাদান খুঁজে বের করার জন্য ভিজুয়াল ইন্টেলিজেন্স ও শিশুদের অ্যাকাউন্টের জন্য সংবেদনশীল কনটেন্ট শনাক্ত করার মতো বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ফিচার যুক্ত হবে। এ ছাড়া গ্রুপ টেক্সটে পোল তৈরির সুবিধা ও অ্যালার্মের ৯ মিনিটের স্নুজ টাইম পরিবর্তনের সুযোগও থাকছে।