ঢাকা   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

মেটা এআইয়ে আসছে ‘ইমাজিন মি’, এবার নিজেকে দেখুন এআইর কল্পনায়

বিজ্ঞান ও প্রযুক্তি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১২:৩০, ১৯ জুলাই ২০২৫

সর্বশেষ

মেটা এআইয়ে আসছে ‘ইমাজিন মি’, এবার নিজেকে দেখুন এআইর কল্পনায়

নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ভার্চ্যুয়াল সহকারী সেবা ‘মেটা এআই’তে ‘ইমাজিন মি’ নামের নতুন সুবিধা চালু করছে মেটা। কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সুবিধাটি কাজে লাগিয়ে শুধু বার্তা লিখেই নিজেদের কল্পনানির্ভর ছবি তৈরি করা যাবে। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারের চ্যাট উইন্ডোতে ব্যবহার করা যাবে সুবিধাটি।

মেটার তথ্যমতে, ব্যবহারকারীর প্রম্পট ও সেলফি বিশ্লেষণ করে কয়েক সেকেন্ডের মধ্যেই একটি ব্যক্তিকেন্দ্রিক কল্পনানির্ভর ছবি তৈরি করে দেবে ইমাজিন মি। ২০২৩ সালের অক্টোবরে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ একটি রিল ভিডিওর মাধ্যমে প্রথম এ সুবিধার ধারণা দিয়েছিলেন। এবার তা পরীক্ষামূলকভাবে সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হলো।

ইমাজিন মি সুবিধা ব্যবহারের জন্য প্রথমে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ বা ফেসবুক মেসেঞ্জারের চ্যাট উইন্ডোতে ‘@মেটা এআই’ লিখে একটি বার্তা পাঠাতে হবে। বার্তাটির শুরুতে লিখতে হবে ‘ইমাজিন মি অ্যাজ…’। যেমন কেউ লিখতে পারেন ‘ইমাজিন মি অ্যাজ আ কাউবয়’। বার্তা পাঠানোর পর ব্যবহারকারীকে তিনটি ভিন্ন ভিন্ন কৌণিক অবস্থান থেকে তোলা সেলফি জমা দিতে হবে। ছবিগুলো ও পাঠানো বার্তা বিশ্লেষণ করে মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারকারীর একটি কল্পনানির্ভর ছবি তৈরি করে দেবে।

ব্যবহারকারীরা চাইলে ইমাজিন মি দিয়ে তৈরি সব ছবি সম্পাদনা করতে পারবেন। পছন্দ না হলে নতুন করে ছবি তৈরির নির্দেশও দেওয়া যাবে। মেটার নিজস্ব এআই প্রযুক্তি দিয়ে তৈরি এসব ছবিতে ‘ইমাজিনড উইথ এআই’ লেখা একটি জলছাপ (ওয়াটারমার্ক) যুক্ত থাকবে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

সর্বশেষ