
আইওএস অপারেটিং সিস্টেম থেকে নিজেদের কলরেকর্ড প্রযুক্তিসুবিধা প্রত্যাহারের পরিকল্পনা করেছে অপরিচিত নম্বরের তথ্য খোঁজার জনপ্রিয় অ্যাপ ট্রুকলার। নতুন এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে আইফোনে ট্রুকলার অ্যাপের মাধ্যমে ফোনকল রেকর্ড করার সুযোগ পাওয়া যাবে না। ফলে পরিচিত বা অপরিচিত যেকোনো ব্যক্তি কল করলে তা বর্তমানের মতো স্বচ্ছন্দে রেকর্ডের সুযোগ মিলবে না।
ট্রুকলার জানিয়েছে, ৩০ সেপ্টেম্বরের পর আইফোনে ট্রুকলারের কল রেকর্ডিং–সুবিধা আর পাওয়া যাবে না। এই সিদ্ধান্তের বিষয়ে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চকে দেওয়া এক বিবৃতিতে ট্রুকলারের আইওএস বিভাগের প্রধান নকুল কাবরা জানান, আইফোনে ‘লাইভ কলার আইডি’ এবং ‘অটোমেটিক স্প্যাম কল ব্লকিং’–এর মতো সুবিধাগুলোর ওপর আরও বেশি গুরুত্ব দিতেই কলরেকর্ডিং সুবিধা বন্ধ করে দেওয়া হচ্ছে।
ট্রুকলার জানিয়েছে, ৩০ সেপ্টেম্বরের পর আইফোনে ট্রুকলারের কল রেকর্ডিং–সুবিধা আর পাওয়া যাবে না। এই সিদ্ধান্তের বিষয়ে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চকে দেওয়া এক বিবৃতিতে ট্রুকলারের আইওএস বিভাগের প্রধান নকুল কাবরা জানান, আইফোনে ‘লাইভ কলার আইডি’ এবং ‘অটোমেটিক স্প্যাম কল ব্লকিং’–এর মতো সুবিধাগুলোর ওপর আরও বেশি গুরুত্ব দিতেই কলরেকর্ডিং সুবিধা বন্ধ করে দেওয়া হচ্ছে।
নতুন এ সিদ্ধান্তের আওতায় আইফোন ব্যবহারকারীদের একটি পপআপ বার্তা প্রদর্শন করছে ট্রুকলার। বার্তায় বলা হয়েছে, আইফোনে ট্রুকলারের কলরেকর্ডিং সুবিধা বন্ধ করে দেওয়া হচ্ছে। যাদের অ্যাপে রেকর্ড সংরক্ষিত আছে, তাঁদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে সেগুলো ডাউনলোড করে রাখতে হবে। নির্ধারিত সময়ের পর সব রেকর্ড মুছে যাবে। রেকর্ডিং সংরক্ষণ করতে হলে প্রথমে আইফোনে ট্রুকলার অ্যাপ চালু করে ‘রেকর্ড’ ট্যাবে যেতে হবে। এরপর ডান পাশে থাকা ‘সেটিংস’ আইকনে চাপ দিতে হবে। সেখানে ‘স্টোরেজ প্রিফারেন্স’ অপশন নির্বাচন করে সেটি ‘আইক্লাউড স্টোরেজ’ হিসেবে নির্ধারণ করতে হবে। নির্দিষ্ট কোনো রেকর্ড আলাদাভাবে সংরক্ষণ করতে চাইলে ‘রেকর্ড’ ট্যাবে গিয়ে সংশ্লিষ্ট রেকর্ডিংয়ের ওপর বাঁ দিকে সোয়াইপ করতে হবে। এরপর ‘শেয়ার’ বা ‘এক্সপোর্ট’ অপশনে চাপ দিয়ে রেকর্ডিংটি কাঙ্ক্ষিত জায়গায় সংরক্ষণ করা যাবে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস