
প্রায় এক দশক পর সাক্ষাৎটা স্মরণীয় করে তুলেছেন দেব–শুভশ্রী জুটি। খুনসুটি থেকে নাচ—কোনো কিছুই বাদ দেননি সাবেক প্রেমিক–প্রেমিকাগতকাল কলকাতার নজরুল মঞ্চে ‘ধূমকেতু’ সিনেমার ট্রেলার প্রকাশের আয়োজনে দেখা গেছে তাঁদের। আয়োজনের তোলা দেব–শুভশ্রী জুটির ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
দেব–শুভশ্রী জুটিকে নিয়ে আলোচনার মধ্যে শুভশ্রীর স্বামী, চিত্রপরিচালক রাজ চক্রবর্তীর সাক্ষাৎকার নিয়েছে আনন্দবাজার ডটকম। সাক্ষাৎকারে দেব–শুভশ্রী জুটির প্রশংসা করেছেন তিনি।
রাজ চক্রবর্তী বলেন, ‘দেবের “প্রাক্তন বান্ধবী” শুভশ্রী আমার স্ত্রী। প্রত্যেক মানুষের ‘অতীত’ আছে। আপনার জীবনেও হয়তো আছে। সেটা নিয়ে কথা বললে কি আপনার ভালো লাগবে? (নিজেকে সামলে নিয়ে) মানুষের অতীত নিয়ে কথা বলা উচিত নয়। এটা কোনো অপরাধ নয়। তার মধ্যে অনেক স্মৃতি আছে, অনেক ইতিবাচক দিক রয়েছে। সেটা আছে বলেই সোমবারের অনুষ্ঠান এত সুন্দর, এত সফল। আমি একে সম্মান করি, ঈর্ষা করি না।’
নজরুল মঞ্চের সেই অনুষ্ঠানে রাজ চক্রবর্তীর ভাগনিরাও গিয়েছিলেন। তবে তিনি যাননি কেন? এমন প্রশ্নের জবাবে রাজের ভাষ্য, ‘আমার অনেক কাজ ছিল, অনেক মিটিং ছিল। তা ছাড়া আমি তো এই অনুষ্ঠানে যেতে পারি না! আমি এই ছবির সঙ্গে সরাসরি যুক্ত নই, তৃতীয় পক্ষ। এটা একটা অনুষ্ঠান। এই ছবির সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরা উপস্থিত ছিলেন। আমরা দুজনেই কাজের দুনিয়ায় ভীষণ ব্যস্ত। নিজের কাজ মিটিয়ে এরপর বাকি দিক সামলানোর চেষ্টা করি।’
আয়োজনটা নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা চলছে। বাসায় ফিরে শুভশ্রীর কাছেও প্রশংসা শুনেছেন রাজ। শুভশ্রী রাতে বাড়ি ফিরে কী বললেন? রাজ বললেন, ‘ওর মুখে তৃপ্তির হাসি। খুব ভালো হয়েছে অনুষ্ঠান, উপস্থিত প্রত্যেকে খুশি। বলছিল আর তৃপ্তির হাসি হাসছিল।’
রাজের ভাষ্য, ‘শুনেছি, যাঁরা যাঁরা কাল সামনে বসে অনুষ্ঠান দেখেছেন, তাঁরাই উপভোগ করেছেন। শুনতে শুনতে একেক সময় মনে হচ্ছিল, আমি কেন থাকলাম না! আমিও তা হলে উপভোগ করতে পারতাম। মনে হচ্ছিল, মুখোশ পরে দর্শকদের মধ্যে মিশে যাই। চিৎকার করে উঠি “দেশু”...।’
প্রেম ভেঙে যাওয়ার পর ২০১৫ সালে ‘ধূমকেতু’ সিনেমায় অভিনয় করেছেন দেব ও শুভশ্রী। তবে ছবিটি মুক্তি আটকে ছিল। ১০ বছর পর এই ১৪ আগস্ট সিনেমাটি মুক্তি পাচ্ছে। ছবিটি পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলি।