
একজন ব্যক্তি জীবদ্দশায় সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন — এমন প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে এ মত জানায় দলটি।
আজ রোববার ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত বৈঠকের বিরতিতে সাংবাদিকদের এ কথা জানান জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, একজন ব্যক্তি দুই মেয়াদের (৫ বছর করে) বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এ বিষয়ে জামায়াত দৃঢ়ভাবে একমত।
তিনি আরও বলেন, “দুনিয়ার অনেক দেশে এ ধরনের বিধান রয়েছে। বাংলাদেশেও প্রধানমন্ত্রীর মেয়াদকাল সীমিত হওয়া উচিত এবং এ বিষয়ে প্রায় ঐকমত্য তৈরি হয়েছে।”
আজকের আলোচনায় বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ, গণসংহতিসহ প্রায় ৩০টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদকাল, সংবিধান এবং নির্বাচনী এলাকা নির্ধারণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলেও ঐকমত্যে পৌঁছানো যায়নি।