ঢাকা   রোববার ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রাহায়ণ ১৪৩২

ইশরাক ইস্যুতে বিএনপি শিগগিরই অবস্থান জানাবে: সালাম

রাজনীতি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২২:৩৫, ২০ জুন ২০২৫

আপডেট: ২২:৩৯, ২০ জুন ২০২৫

ইশরাক ইস্যুতে বিএনপি শিগগিরই অবস্থান জানাবে: সালাম

বিএনপির পক্ষ থেকে ইশরাক হোসেন ইস্যুতে শিগগিরই স্পষ্ট অবস্থান জানানো হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম। তিনি বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় কোনো নির্বাচনের সুযোগ নেই, বিএনপির সব মনোযোগ এখন জাতীয় নির্বাচন ঘিরে।

আজ শুক্রবার রাজশাহীর গোদাগাড়ীর প্রেমতলিতে গৌরাঙ্গবাড়ি পরিদর্শন শেষে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আবদুস সালাম জানান, ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দলের প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। বৈঠকে কেবল জাতীয় নির্বাচন আয়োজন নিয়েই আলোচনা হয়েছে, অন্য কিছু নিয়ে বিএনপির কোনো চিন্তা নেই। তিনি বলেন, নির্বাচন কমিশনকে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করার জন্য বলা হয়েছে, সুতরাং স্থানীয় নির্বাচনের প্রশ্নই ওঠে না।

ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড প্রসঙ্গে আবদুস সালাম বলেন, সরকারের পক্ষ থেকে যে বার্তা দেওয়া হয়েছে, সেটি নিয়ে বিএনপি অবশ্যই নিজেদের বক্তব্য স্পষ্ট করবে। তিনি মনে করিয়ে দেন, ১৫ জুন ঢাকার নগর ভবনে ইশরাকের প্রথম সভায় তাঁর নামের সঙ্গে ‘মাননীয় মেয়র’ লেখা ছিল, এরপরও তিনি কয়েকটি মতবিনিময় সভা করেছেন।

জাতীয় নির্বাচনী প্রচারণা প্রসঙ্গে আবদুস সালাম বলেন, পোস্টার ছাড়া বিলবোর্ডের মতো প্রচারণার উপায় নিয়ে ভাবতে হবে যাতে কালো টাকার ব্যবহার না হয়, আবার প্রচারণাও বাধাগ্রস্ত না হয়।

এছাড়া সীমান্ত ইস্যুতে তিনি বলেন, ভারত পুশ ইন কেন করবে, সেটিই প্রশ্ন। ফেরত পাঠানোর দরকার হলে সরকারের সঙ্গে কথা বলতে হবে, পুশ ইন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সবশেষে তিনি বলেন, বিএনপি সব ধর্মের ও মতাদর্শের মানুষের দল। আওয়ামী লীগ সবচেয়ে বেশি হিন্দুদের জমি দখল করেছে, কিন্তু বিএনপির কেউ এ ধরনের কাজে যুক্ত নয়। বিএনপি জাতি, ধর্ম, বর্ণের ভেদাভেদ করে না।