জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, চলতি বছর জুলাই সনদের আগে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত নয়। তিনি মনে করেন, জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত না হওয়া পর্যন্ত নির্বাচনের রোডম্যাপ ও দিনক্ষণ নির্ধারণ নিয়ে আগ বাড়িয়ে সিদ্ধান্ত নেওয়া সঠিক হবে না।
সোমবার (২ জুন) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত ঐকমত্য কমিশনের সর্বদলীয় বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, “বৈঠকে তিনটি বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—আগামী ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করে প্রকাশ করতে হবে। ৫ আগস্টের আগেই সনদটি কার্যকর করতে হবে এবং এরপরই রোডম্যাপ ও নির্বাচনের তারিখ ঘোষণা করা যেতে পারে।”
এসময় তিনি আরও বলেন, “সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন সংস্কার ও পুনর্গঠন করা উচিত। এজন্য রাজনৈতিক দলগুলোর ঐকমত্য জরুরি।”
এর আগে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস জানান, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনায় রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সব বিষয়ে সমঝোতা হয়েছে, সেগুলো নিয়েই ‘জুলাই সনদ’ তৈরি করা হবে।
সভায় বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল। জামায়াতে ইসলামীর পক্ষে অংশ নেন নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।
এছাড়া এনসিপি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, এলডিপি, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেন। আজকের এই বৈঠকে মোট ২৮টি রাজনৈতিক দলের প্রতিনিধিত্বে জাতীয় নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
























