ঢাকা   রোববার ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রাহায়ণ ১৪৩২

নির্বাচন নিয়ে ইউনূসের মন্তব্য সঠিক নয়: গণফোরাম

রাজনীতি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৮:৪৭, ৩০ মে ২০২৫

নির্বাচন নিয়ে ইউনূসের মন্তব্য সঠিক নয়: গণফোরাম

গণফোরাম বলেছে, একটি দল ছাড়া আর কেউ ডিসেম্বরে নির্বাচন চায় না—জাপানে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের এই মন্তব্য সঠিক নয়। শুক্রবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভাপতি পরিষদের সভা থেকে গণফোরাম দাবি করে, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনের পক্ষে তারা সবসময়ই রয়েছে।

সভায় সভাপতিত্ব করেন গণফোরামের সভাপতি পরিষদের সদস্য এস এম আলতাফ হোসেন। উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, সদস্য সুব্রত চৌধুরী, জগলুল হায়দার আফ্রিক, মেজবাহউদ্দীন, মোশতাক আহমেদ, সুরাইয়া বেগম, সেলিম আকবর ও শাহ নুরুজ্জামান।

সভা শেষে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টাদের বক্তব্য অস্পষ্ট ও বিভ্রান্তিকর। এতে রাজনৈতিক দলগুলোর মধ্যে অপ্রয়োজনীয় বিভাজন তৈরি হচ্ছে। নেতারা অভিযোগ করেন, গণ–অভ্যুত্থানের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা—তা পূরণে সরকার ব্যর্থ। সংস্কারের স্পষ্ট রূপরেখা ও পরিকল্পনার অভাব জনগণের আস্থায় চিড় ধরিয়েছে।

গণফোরাম আরও বলেছে, প্রধান উপদেষ্টার পদত্যাগের আলোচনা এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে গণফোরামকে আমন্ত্রণ না জানানো সরকার পক্ষের বিভাজনমূলক কৌশলের ইঙ্গিত দেয়। এ অবস্থায় আইনের শাসন, গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠায় জনগণের উদ্বেগ স্বাভাবিক।

সভায় সরকারকে অবিলম্বে নির্বাচন বিষয়ে সুনির্দিষ্ট রূপরেখা ঘোষণার আহ্বান জানানো হয়। একই সঙ্গে জুলাই অভ্যুত্থানের চেতনায় গড়ে ওঠা জাতীয় ঐক্য যেন কোনো অশুভ শক্তি ধ্বংস করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানায় দলটি।