এক মাসের বেশি দেশে থাকার পর ঢাকা ছাড়লেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। রোববার (৭ মে) দুপুর সাড়ে ১২টায় মালয়েশিয়ান এয়ার লাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ত্যাগ করেন তিনি। গত ২১ মার্চ নিজের অসুস্থ মা এবং শাশুড়ি বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদ করতে ঢাকায় আসেন তিনি।
ঢাকায় এসে প্রথমে উঠেন খালেদা জিয়ার বাসভবন গুলশানে ‘ফিরোজা’য় উঠেন। পরদিন যান মাকে দেখতে বনানীর বাসায়। ঈদের কয়েকদিন আগে লন্ডন থেকে সিঁথির দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানও ঢাকায় আসেন। তারাও খালেদা জিয়ার সাথে ঈদ উদযাপন করে আবার লন্ডন ফিরে গেছেন।
এরমধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিক চেকআপের জন্য গত ২৯ এপ্রিল বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন। সেসময়ে শাশুড়ির সঙ্গে ছিলেন পুত্রবধূ সিঁথি। গত ৪ মে ফিরোজায় ফেরার পর সময়েও খালেদা জিয়ার পাশে ছিলেন তিনি।
শেয়ার বিজনেস24.কম
























