ঢাকা   বুধবার ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

গরমে এসি ছাড়াই ঘর থাকবে ঠাণ্ডা! দেয়ালে লাগান বিশেষ ধরনের রং

জীবনযাপন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৮:০৮, ৩০ এপ্রিল ২০২৫

গরমে এসি ছাড়াই ঘর থাকবে ঠাণ্ডা! দেয়ালে লাগান বিশেষ ধরনের রং

প্রচণ্ড গরমে ঘর ঠাণ্ডা রাখা যেন এক কঠিন লড়াই! এসি কিংবা কুলার চালিয়ে যতই আরাম পাওয়া যাক না কেন, বিদ্যুৎ বিলের চাপও হয় ততটাই বেশি। তবে একটা সহজ সমাধান রয়েছে—ঘরের সঠিক রং নির্বাচন।

গবেষণায় দেখা গেছে, ঘরের দেয়ালে হিট রিফ্লেক্টিভ বা ইনসুলেটিভ পেইন্ট ব্যবহার করলে ঘরের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কম থাকে। এই ধরনের রং সূর্যের আলো ও তাপ প্রতিফলিত করে, ফলে ঘরের ভেতরে তাপ প্রবেশ করতে পারে না।

বিশেষজ্ঞরা বলেন, হালকা রঙ যেমন সাদা, হালকা নীল কিংবা হালকা হলুদ রঙ তাপ শোষণ কম করে এবং ঘর ঠাণ্ডা রাখে। এছাড়া ইনসুলেটিভ পেইন্ট দেয়ালের তাপ পরিবহন বন্ধ করে দেয়, যার ফলে বাইরের গরম ঘরের ভেতরে ঢুকতে পারে না।

এইসব রং ব্যবহার করলে আপনার ঘরের ভেতর ঠাণ্ডা থাকবে স্বাভাবিকভাবেই, কমবে এসির ব্যবহার ও বিদ্যুৎ বিল—সব মিলিয়ে গ্রীষ্মে মিলবে স্বস্তি।