ঢাকা   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

আওয়ামী লীগের বিচার ও রাষ্ট্র সংস্কারে একমত এনসিপি-গণসংহতি

রাজনীতি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০:০৫, ৩০ এপ্রিল ২০২৫

আওয়ামী লীগের বিচার ও রাষ্ট্র সংস্কারে একমত এনসিপি-গণসংহতি

আওয়ামী লীগের বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কারের প্রশ্নে একমত হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণসংহতি আন্দোলন। আজ বুধবার দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রথম দ্বিপক্ষীয় বৈঠকে এ ঐকমত্যে পৌঁছায় দল দুটি।

বৈঠকে আওয়ামী লীগের বিগত ১৫ বছরের গুম, খুন, হামলা, মামলা ও লুটপাটের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার বিষয়ে জোর দেন গণসংহতির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, দল হিসেবেও আওয়ামী লীগের দায় নিরপেক্ষ বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি সংবিধানের ৭০ অনুচ্ছেদ, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রীর ক্ষমতার সীমা, নারী আসন, স্থানীয় সরকার, সাংবিধানিক পদে নিয়োগ, আনুপাতিক প্রতিনিধিত্ব ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার মতো মৌলিক সংস্কার নিয়ে আলোচনা হয়।

সাকি জানান, নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত ও গঠনমূলক সংস্কারের লক্ষ্যে এ আলোচনা অব্যাহত থাকবে। এ উদ্দেশ্যে রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বৃহত্তর ঐকমত্য গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, দলটি যে বিচার, গণপরিষদ নির্বাচন ও রাষ্ট্র পুনর্গঠনের কথা বলছে, তার বহু বিষয়েই গণসংহতি আন্দোলনের সঙ্গে মিল রয়েছে। কিছু বিষয়ে মতানৈক্য থাকলেও তা নিয়ে আলোচনায় উন্মুক্ত রয়েছে দুই পক্ষ।

উল্লেখ্য, এর আগে গণসংহতি আন্দোলন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে। সেখান থেকেই বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরাসরি আলোচনার সিদ্ধান্ত নেয় দলটি। এনসিপির সঙ্গে আজকের বৈঠক সেই ধারাবাহিকতায় প্রথম উদ্যোগ।

এ আলোচনা রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিল বলে মনে করছেন বিশ্লেষকেরা।