ঢাকা   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

নর্থ সাউথে ভর্তি পরীক্ষায় পাস উপদেষ্টা আসিফ মাহমুদ

জাতীয়

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১:১৫, ৩০ এপ্রিল ২০২৫

নর্থ সাউথে ভর্তি পরীক্ষায় পাস উপদেষ্টা আসিফ মাহমুদ

ছাত্র রাজনীতি ও জাতীয় অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে আলোচনায় আসা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবার নিজেকে দেখালেন এক নতুন পরিচয়ে। নর্থ সাউথ ইউনিভার্সিটির ‘এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (ইএমপিজি)’ প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি। স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন আসিফ মাহমুদ। তবে ব্যস্ততার মাঝেও উচ্চতর শিক্ষার প্রতি আগ্রহ তাঁকে পৌঁছে দিয়েছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কেন্দ্রে।

গত শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের বনানী ক্যাম্পাসে সশরীরে উপস্থিত হয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেন তিনি। আজ বুধবার নর্থ সাউথ ইউনিভার্সিটির ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে দেখা যায়, উত্তীর্ণদের তালিকায় ৫ নম্বরে রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ফলাফলে রাষ্ট্রবিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান বিভাগের চেয়ার রিজওয়ান কবির এবং সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের (এসআইপিজি) পরিচালক এস কে তৌফিক এম হকের স্বাক্ষর রয়েছে।

আসিফ মাহমুদের নামটি রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ২০২৩ সালে গঠিত গণতান্ত্রিক ছাত্রশক্তির অন্যতম উদ্যোক্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ছিলেন তিনি। ওই বছর জুলাই মাসের গণ-অভ্যুত্থানে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ঘোষণা এবং ৫ আগস্ট চূড়ান্ত আন্দোলনের ডাক দিয়েছিলেন ফেসবুকে। অভ্যুত্থান সফল হলে গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে স্থান পান তিনি।

প্রসঙ্গত, আসিফ মাহমুদ স্নাতক সম্পন্ন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগ থেকে। রাজনীতির মাঠে সক্রিয় ভূমিকার পাশাপাশি শিক্ষা ও নীতিনির্ধারণ পর্যায়ে নিজেকে প্রস্তুত করতে তাঁর এই উদ্যোগকে অনেকেই ইতিবাচকভাবে দেখছেন।