ঢাকা   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

সিঙ্গেল নয় আর! প্রেমের গুঞ্জনে সামান্থা ও পরিচালক রাজ নিদিমোরু

বিনোদন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬:১৬, ১৭ মে ২০২৫

সিঙ্গেল নয় আর! প্রেমের গুঞ্জনে সামান্থা ও পরিচালক রাজ নিদিমোরু

 

সামান্থা রুথ প্রভু যে এখন প্রেমে পড়েছেন, তা নিয়ে জোর আলোচনা চলছে টালিউড থেকে বলিউড পর্যন্ত। নাগা চৈতন্যর সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন একাই ছিলেন এই দক্ষিণী তারকা। তবে এবার বদলে গেছে চিত্র। নির্মাতা রাজ নিদিমোরুর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সামান্থা—এমন গুঞ্জন এখন টক অফ দ্য টাউন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের একটি অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল হয়েছে। বিমানে রাজের কাঁধে মাথা রেখে সামান্থার তোলা সেই ছবি ঘিরেই শুরু হয়েছে নতুন করে গুঞ্জন। যদিও এখন পর্যন্ত রাজ বা সামান্থা কেউ-ই এই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি, তবে ঘনিষ্ঠ সূত্র বলছে, তাঁরা নাকি একসঙ্গে থাকার পরিকল্পনাও করছেন এবং এরই মধ্যে বাড়ি খোঁজা শুরু করেছেন।

বিচ্ছেদের পর শারীরিক জটিলতা আর মানসিক চাপ পেরিয়ে সামান্থা এখন আগের চেয়ে অনেক ভালো আছেন। পেশাগত দিকেও রাজের সঙ্গে তাঁর সম্পর্ক বেশ সময় ধরেই গড়ে উঠেছে। 'দ্য ফ্যামিলি ম্যান ২' সিরিজে অভিনয়ের মাধ্যমে রাজ-ডিকেইর নির্মাণে যাত্রা শুরু, পরে ‘সিটাডেল: হানি বানি’ সিরিজেও দেখা গেছে তাঁকে।

সবকিছু মিলিয়ে বলাই যায়, সামান্থার জীবনে আবারও উঁকি দিচ্ছে প্রেম, আর ভক্তদের কৌতূহলও বেড়েই চলেছে—নতুন এই সম্পর্ক আদৌ কোথায় গড়ায়!