ঢাকা   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

দেশের জন্য কানের লাল গালিচা ছাড়লেন আলিয়া ভাট!

দেশের জন্য কানের লাল গালিচা ছাড়লেন আলিয়া ভাট!

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘কান চলচ্চিত্র উৎসব’ শুরু হয়েছে মঙ্গলবার (১৩ মে) ফ্রান্সের পালে দ্য ফেস্টিভাল ভবনে। ৭৮তম এই আসরে এরই মধ্যে জমে উঠেছে বিশ্ব সিনেমার মিলনমেলা। কান সৈকতে জড়ো হয়েছেন হলিউড-বলিউডের তারকা, নির্মাতা, প্রযোজক ও চলচ্চিত্রপ্রেমীরা।

এ বছর ভারতের প্রতিনিধিত্ব করছেন জাহ্নবী কাপুর, ইশান খাট্টার, করণ জোহর, উর্বশী রাওতেলা ও ‘লাপাতা লেডিস’ খ্যাত অভিনেত্রী নিতানশি গোয়েল। শুরুতে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটেরও কানের লাল গালিচায় হাঁটার কথা ছিল। প্যারিস ফ্যাশন উইকে নজরকাড়া উপস্থিতির পর কানে প্রথমবারের মতো আত্মপ্রকাশের পরিকল্পনা ছিল তার। কিন্তু শেষ মুহূর্তে সেই সফর বাতিল করে ভক্তদের চমকে দিয়েছেন তিনি।

সংবাদমাধ্যম মিড ডের বরাতে জানা গেছে, ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষিতে দেশবাসীর প্রতি সংহতি জানিয়ে আলিয়া এই সিদ্ধান্ত নিয়েছেন। এক ঘনিষ্ঠ সূত্র জানায়, "দেশের এই পরিস্থিতিতে আলিয়া মানসিকভাবে এমন আন্তর্জাতিক উৎসবে অংশ নিতে প্রস্তুত ছিলেন না।" তিনি মনে করেন, এই মুহূর্তে দেশের পাশে থাকাটাই তার কাছে গুরুত্বপূর্ণ।

তবে ইন্ডিয়া টুডের আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে পরে কান উৎসবে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে তার। অন্যদিকে, ঐশ্বরিয়া রাইয়ের কান যাত্রা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

এদিকে মঙ্গলবার রাত ১১টা ১৫ মিনিটে শুরু হওয়া কানের উদ্বোধনী অনুষ্ঠানে নানা দেশের তারকারা অংশ নেন। ২৪ মে পর্যন্ত চলবে এবারের উৎসব। যদিও আলিয়ার অনুপস্থিতি ভক্তদের জন্য হতাশার, তবে তার এই সিদ্ধান্ত অনেকের কাছেই সম্মানজনক মনে হয়েছে। অভিনয়ের গণ্ডি পেরিয়ে এবার দেশপ্রেমেও নিজের অবস্থান তুলে ধরলেন আলিয়া ভাট।