ঢাকা   শুক্রবার ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

২০ কোটিতে দীপিকার পর্দায় রাজকীয় প্রত্যাবর্তন

২০ কোটিতে দীপিকার পর্দায় রাজকীয় প্রত্যাবর্তন

মাতৃত্বের স্বাদ নেওয়ার পর এবার বলিউড কাঁপাতে ফিরছেন দীপিকা পাড়ুকোন। ফিরছেন শুধু নয়, ফিরছেন রাজকীয় ভঙ্গিতে—দক্ষিণি পরিচালক সন্দীপ রেড্ডি ভাংগার বহুল প্রতীক্ষিত ছবি ‘স্পিরিট’–এর মাধ্যমে, যেখানে তাঁর পারিশ্রমিক নাকি ছুঁয়েছে রেকর্ড ২০ কোটি রুপি

এই ছবিতে দীপিকার বিপরীতে থাকছেন দক্ষিণ ভারতের সুপারস্টার প্রভাস। এর আগেও এই জুটিকে দেখা গেছে বহুল আলোচিত ‘কল্কি ২৮৯৮ এডি’-তে। এবার নতুন গল্পে, নতুন রসায়নে পর্দায় ফিরছেন তাঁরা।

২০২৩ সালের সেপ্টেম্বরে কন্যাসন্তান ‘দুয়া’-র জন্ম দেন দীপিকা। এরপর থেকেই তিনি ছিলেন পর্দার বাইরে। তবে এবার একে একে বড় সব প্রজেক্টে নাম লেখাচ্ছেন এই তারকা অভিনেত্রী। ‘স্পিরিট’ ছাড়াও শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ এবং রোহিত শেট্টির ‘সিংহম এগেইন’-এ ‘লেডি সিংহম’ হিসেবে ফিরছেন দীপিকা।

সবচেয়ে আলোচিত খবর হলো, ‘স্পিরিট’ হতে যাচ্ছে মা হওয়ার পর দীপিকার প্রথম বড় পর্দার ফেরা। আর এই ছবির জন্য ২০ কোটি রুপির পারিশ্রমিকের দাবি তাঁকে পৌঁছে দিচ্ছে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের শীর্ষে। যেখানে বলিউডে শীর্ষ অভিনেত্রীদের পারিশ্রমিক এখনও ১০-১৫ কোটির ঘরেই সীমাবদ্ধ, দীপিকার এই দামে ইন্ডাস্ট্রিতে এক নতুন মাইলফলক তৈরি হতে যাচ্ছে।

তবে দীপিকার অতীত ক্যারিয়ার ঘাটলে এই পারিশ্রমিক খুব একটা অস্বাভাবিক মনে হয় না। ‘পদ্মাবত’, ‘বাজিরাও মাস্তানি’, ‘পিকু’, ‘পাঠান’, ‘জওয়ান’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’—প্রতিটি ছবিতেই দীপিকার পর্দা-উপস্থিতি তাঁকে ভক্তদের কাছে পৌঁছে দিয়েছে এক অনন্য উচ্চতায়।

জানা গেছে, ‘স্পিরিট’-এর শুটিং শুরু হবে চলতি বছরের জুন-জুলাইয়ের মধ্যে। আর এই ছবির মাধ্যমেই হয়তো নতুন এক দীপিকাকে দেখতে প্রস্তুত হচ্ছে বলিউড।