সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে বিএনপি–মনোনীত প্রার্থী মোহাম্মদ মাসুদুজ্জামান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
মাসুদুজ্জামান বলেন, সাম্প্রতিক পরিবেশ ও কিছু নিরাপত্তা ইস্যুতে তাঁর পরিবার চরম উদ্বিগ্ন ও ভীত। এসব কারণে তিনি নির্বাচন না করার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। এটি দলের নয়, সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে শহর ও বন্দরবাসীর কাছে দুঃখ প্রকাশ করে বলেন, একজন সমাজকর্মী হিসেবে তিনি আজীবন মানুষের পাশে থাকবেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, দলীয় মনোনয়ন পাওয়ার পর গণসংযোগে মানুষের ব্যাপক সাড়া পেয়েছিলেন এবং ভোটারদের মধ্যে আশাও তৈরি হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে পরিবার ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে। তিনি বলেন, দলের যিনি এই আসনে প্রার্থী হবেন, তাঁর পক্ষে কাজ করতে তিনি ও তাঁর অনুসারীরা ঐক্যবদ্ধ থাকবেন।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মাসুদুজ্জামান বলেন, তাঁর ওপর যে আস্থা রাখা হয়েছিল, তা ধরে রাখতে না পারার কষ্ট রয়েছে। তবে বিএনপি একটি বড় দল এবং পরিবার ও নিরাপত্তার প্রশ্নে তিনি আপস করতে পারেননি।
শীতলক্ষ্যার দুই পাড়ের শহর ও বন্দর এলাকা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৫ আসনে গত ২৩ নভেম্বর মাসুদুজ্জামানকে প্রার্থী ঘোষণা করে বিএনপি। নব্বইয়ের দশকে ছাত্র ও যুব রাজনীতিতে যুক্ত থাকলেও দীর্ঘদিন তিনি ব্যবসা ও ক্রীড়া সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। চলতি বছরের ৯ সেপ্টেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
এই আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত আলোচিত। অতীতে এখানে সংসদ সদস্য ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সেলিম ওসমান। মাসুদুজ্জামানের সরে দাঁড়ানোর ঘোষণায় আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনের রাজনৈতিক সমীকরণ নতুন করে আলোচনায় এসেছে।
























