ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

নাটোরে ফিলিং স্টেশনে পার্কিং করা ৩ বাসে আগুন

গ্রামবাংলা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১০:০২, ২৭ নভেম্বর ২০২৩

নাটোরে ফিলিং স্টেশনে পার্কিং করা ৩ বাসে আগুন

নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় পাটোয়ারী ফিলিং স্টেশনে পাকিং করা জি.এম ট্রাভেলসের তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৭ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এই আগুন দেয়ার ঘটনা ঘটে।

ফিলিং স্টেশনের সেলসম্যান নাজমুল হোসেন জানান, রাত সাড়ে ৪টার দিকে একটি বাসে আগুন দেখা যায়। পরে ফিলিং স্টেশনে কর্মরত অন্যরা ফায়ার সার্ভিসে খবর দেন। ইতোমধ্যে ওই বাসের পাশে দাঁড়ানো আরও দুটি বাসে আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে ফায়ার স্টেশন কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রষে আনে। এ ছাড়া পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নাজমুল আরো জানায়, তাদের ধারণা, দুর্বৃত্তরা ফিলিং স্টেশনের পেছনের কলার বাগান দিয়ে এসে বাসে আগুন দিয়ে পালিয়েছে। এর ফলে সিসি টিভির ফুটেজে কোনো ছবি ধারণ হয়নি।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আযম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুবৃর্ত্তরা এসব বাসে আগুন দিয়ে পালিয়ে গেছে।

শেয়ার বিজনেস24.কম