সম্পর্ক ভাঙার সকল জল্পনার অবসান ঘটিয়ে বিয়ে করলেন পশ্চিবঙ্গের অভিনেতা কাঞ্চন মল্লিক। তার স্ত্রী হলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। কয়েকদিন আগে বিয়ে হলেও এবার প্রকাশ্যে এসেছে তাদের বিয়ের ছবিও।
শ্রীময়ী ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, গত ১৪ ফেব্রুয়ারি দিন আইন মতে বিয়ে সম্পন্ন হয়েছে তাদের। তিনি বলেন, এখনও বিশ্বাস করতে পারছি না যে, ‘মিস’ থেকে ‘মিসেস’ হয়ে গিয়েছি। একটা মিশ্র অনুভূতি কাজ করছে। দু’জনে মিলে সামনের দিনগুলি ভাল ভাবে কাটানোর কথা ভাবছি।”
স্থানীয় গণমাধ্যমকে শ্রীময়ী আরও জানিয়েছেন আগামী ৬ মার্চ ঘরোয়াভাবে অনুষ্ঠান করা হবে। কোথায় অনুষ্ঠানটি হবে সে সব এখনও নির্ধারণ করা হয়ে ওঠেনি। আমন্ত্রিতদের তালিকাও প্রাথমিকভাবে তৈরি করা হয়েছে।
জানা যায়, আগামী ৬ মার্চের পর পুরোদস্তুর সংসার শুরু করবেন দু’জন। প্রসঙ্গত যে, বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঞ্চনের আইনি বিচ্ছেদ হয় গত ১০ জানুয়ারি।
শেয়ার বিজনেস24.কম
























