facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১০ অক্টোবর বৃহস্পতিবার, ২০২৪

marcelbd

সবার সঙ্গেই যৌনতা করেছেন অভিনেত্রী ইভা!


১৯ নভেম্বর ২০১৬ শনিবার, ০৫:৩৪  পিএম

শেয়ার বিজনেস24.কম


সবার সঙ্গেই যৌনতা করেছেন অভিনেত্রী ইভা!

জনপ্রিয় মার্কিন কমেডি টিভি শো ডেসপারেট হাউজওয়াইভস-এর কথা অনেকেই জানেন। অনেকগুলো সিজনে এটি দীর্ঘদিন ধরে চলমান টিভি শো। আর এতে অংশ নিয়ে বেশ খ্যাতি অর্জন করেছেন অভিনেত্রী ইভা লঙ্গোরিয়া। সম্প্রতি তিনি জানিয়েছেন, তার স্বামী এ শো দেখেন না। যার পেছনে রয়েছে অদ্ভুত কারণ। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।

ইভা জানিয়েছেন, তার স্বামী এ সিরিজ দেখেন না। কারণ ক্যামেরার দৃশ্যগুলো তার কাছে মোটেই সুখকর নয়।

ইভা লঙ্গোরিয়ার স্বামী জোসে অ্যান্টোনিও ব্যাসটোন। এটি তার তৃতীয় স্বামী। তারা বিয়ে করেছেন এ বছরেই।

লঙ্গোরিয়া এবিসি টিভির এ শোতে দীর্ঘদিন অভিনয় করেছেন। আর এতে রয়েছে বহু যৌনদৃশ্য। ফলে বিষয়টি তার স্বামী ভালোভাবে নিতে পারেন না বলে জানান তিনি। সম্প্রতি এক ইন্টারভিউতে বিষয়টি তিনি তুলে ধরেন।

ইভা বলেন, ‘আমরা যখন ডেটিং শুরু করি তখন সে এটি দেখার চেষ্টা করে.... এরপর সে  প্রথম এপিসোড দেখে, যেখানে আমি সবার সঙ্গে যৌনতা করেছি।’

ইভা নিজেও তার পুরনো দৃশ্যগুলো দেখতে চান না। তার স্বামীও অনেকটা তেমন যে, আগের সেই যৌনদৃশ্যগুলো দেখতে পছন্দ করেননি।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: