facebook twitter You Tube rss bangla fonts
Walton

বিয়ে অনুষ্ঠানে বরের কুকর্ম ফাঁস করলেন সাবেক প্রেমিকা!


২৩ নভেম্বর ২০১৬ বুধবার, ০৩:৩৪  পিএম

শেয়ার বিজনেস24.কম


বিয়ে অনুষ্ঠানে বরের কুকর্ম ফাঁস করলেন সাবেক প্রেমিকা!

দীর্ঘদিন প্রেম করে প্রেমিকাকে ফাঁকি দিয়ে অন্য মেয়েকে বিয়ে করতে গিয়ে বেকায়দায় পড়েছেন এক প্রতারক প্রেমিক।

গোপনে খবর পেয়ে প্রেমিকা বিয়ে বাড়িতে হাজির হয়ে বরের বিভিন্ন কুকর্ম ফাঁস করে দিয়েছেন।

এ ঘটনা ঘটেছে ঘানায়।

জানা যায়, ওই নারীর সঙ্গে বরের দির্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু তিনি তাকে না বিয়ে করে অন্য মেয়েকে বিয়ে করছিলেন। এর আগেও তিনি অনেক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করে শারীরিক সম্পর্ক করেছেন। আর একপর্যায়ে সম্পর্ক ত্যাগ করে সটকে পড়েন প্রতারক প্রেমিক।

অন্য মেয়েগুলোর মত ওই নারীও ওই ভণ্ড প্রেমিকের প্রতারণার শিকার হন। তখনই তিনি প্রেমিককে শায়েস্তা করার পথ খুজঁছিলেন। আর তার কিছুদিন পরই ওই যুবকের বিয়ের খবর জানতে পারেন তিনি। আর বিয়ের দিনকেই উপযুক্ত মনে করে কনের পোশাক পরে বিয়ে বাড়িতে হাজির হন ওই নারী। বাড়িতে প্রবেশ করার পরই বরপক্ষ ও কনেপক্ষ জানতে পারেন তিনি বরের আগের প্রেমিকা। এদিকে বরের বাড়ির লোকজন তাকে বাড়ি থেকে দ্রুত বের করে দিতে যান। কিন্তু কনে তো নাছোড়বান্দা। বরের কুকর্ম না ফাঁস করা পর্যন্ত কোনো ভাবেই তিনি বিয়ে বাড়ি ছাড়বেন না। তাই তিনি বিয়ে বাড়ির লোকজনের সঙ্গে ধস্তাধস্তিও করেন। এক সময় বরের কাছে থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে বরের নানা ধরনের কুকর্ম ফাঁস করতে শুরু করেন। পরের ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। এছাড়া ওই যুবক ও তার প্রেমিকা নারীর নাম-পরিচয় জানা যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়া বিয়ে বাড়ির ভিডিওটি পাঠকদের জন্য দেওয়া হলো-

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: