ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

গণভবনে শামীম ওসমান ও আইভী

রাজনীতি

প্রকাশিত: ২০:০৫, ২২ নভেম্বর ২০১৬

গণভবনে শামীম ওসমান ও আইভী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের জন্য গণভবনে প্রবেশ করেছেন শামীম ওসমান ও সেলিনা হায়াৎ আইভী।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে গণভবনে প্রবেশ করেন আইভী। এর কিছুক্ষণ পরই সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে প্রবেশ করেন শামীম ওসমান।

নারায়ণগঞ্জের নেতাদের নিয়ে মঙ্গলবার গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হওয়ার কথা রয়েছে। দলের পক্ষ থেকে বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভীকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়েছে। তার পক্ষে কাজ করতে শামীম ওসমান এমপিসহ স্থানীয় নেতাদের দিকনির্দেশনা দিতেই এ বৈঠক  ডাকা হয়েছে।

সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে এ বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু ওবায়দুল কাদের ঢাকার বাইরে থাকার কারণে নির্ধারিত বৈঠকটি অনুষ্ঠিত হয়নি।

শেয়ার বিজনেস24.কম