facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১০ অক্টোবর বৃহস্পতিবার, ২০২৪

marcelbd

আশরাফুলের বউ অর্চির ৫ ছবি


১৭ জুলাই ২০১৫ শুক্রবার, ০৩:৩৮  পিএম


আশরাফুলের বউ অর্চির ৫ ছবি
জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল বিয়ে করেছেন। গত বুধবার ভৈরবের মেয়ে অনিকা তাসলিমা অর্চির সঙ্গে আকদ সেরে ফেলেছেন আশরাফুল। আশরাফুলের পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। আশরাফুলের আকদের আনুষ্ঠানিকতা হয়েছে যুক্তরাষ্ট্রেছবিতে  ক্রিকেটার আশরাফুলের স্ত্রী অর্চি
 
অর্চির গ্রামের বাড়ি ভৈরবে হলেও, সপরিবারে থাকেন ঢাকার এলিফ্যান্ট রোডে। দুই ভাইবোনের মধ্যে অর্চি বড়। তাঁর বাবা একজন ব্যবসায়ী।ছবিতে  ক্রিকেটার আশরাফুলের স্ত্রী অর্চি
 
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে আশরাফুল বিয়ের সত্যতা স্বীকার করে বলেন, `ভালোই লাগছে নতুন জীবন শুরু করতে পারছি বলে। দেশবাসীর কাছে আমি দোয়া চাইবো, আমার নতুন জীবন যেন সুখী হয়।` ফেসবুকেই আশরাফুল জানিয়েছেন, আপাতত আকদ হলেও বিবাহোত্তর সংবর্ধনা সারবেন আগামী ডিসেম্বরে।ছবিতে  ক্রিকেটার আশরাফুলের স্ত্রী অর্চি
 
আশরাফুলের এই বিয়েতে পেছনে থেকে ভূমিকা রেখেছেন জাতীয় দলের আরেক সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিসের মা। ২০০১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আশরাফুলের। ৬১ টেস্ট খেলে তাঁর সংগ্রহ ২৭৩৭ রান। এর মধ্যে রয়েছে ৬টি সেঞ্চুরি ও ৮টি হাফ সেঞ্চুরি। আর ১৭৭টি ওয়ানডে ম্যাচে তাঁর রান ৩৪৬৮। ছবিতে  ক্রিকেটার আশরাফুলের স্ত্রী অর্চি

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: