ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

৮ মিনিটে ৩ গোল, বার্সার রোমাঞ্চকর জয়

খেলার জগৎ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০:০৬, ২৪ সেপ্টেম্বর ২০২৩

৮ মিনিটে ৩ গোল, বার্সার রোমাঞ্চকর জয়

কি এক অবিশ্বাস্য ম্যাচই না খেলল বার্সেলোনা। লা লিগার ম্যাচে সেল্তা ভিগোর বিপক্ষে ৮০ মিনিটে পর্যন্ত ২-০ ব্যবধানে পিছিয়ে থেকেও শেষর দিকের ৮ মিনিটে ৩ গোল দিয়ে অসাধারণ জয় তুলে নিল জাভির শিষ্যরা। রবার্ট লেভান্ডফস্কি জোড়া গোলে সমতা আনার পর জোয়াও কানসেলো এগিয়ে দেন। বার্সা ম্যাচ জিতেছে ৩-২ গোলে।

ঘরের মাঠ অলিম্পিক লুইস স্টেডিয়ামে ম্যাচের ১৯তম মিনিটে জর্গেন লারসেন সেল্তাকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে ৭৬তম মিনিটে সেল্তাকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন গ্রিক ফরোয়ার্ড তাসোস ডভিকাস।

অবশেষে ৮১তম মিনিট থেকে শুরু হয় বার্সেলোনার রোমাঞ্চকর প্রত্যাবর্তন। জোয়াও ফেলিক্সের অ্যাসিস্ট থেকে বল জালে জড়ান লেভানডফস্কি। এর চার মিনিট পর পোলিশ স্ট্রাইকার স্কোরলাইন বানিয়ে দেন ২-২। ম্যাচে সমতা আনা গোলটিতে অ্যাসিস্ট করেন ফেলিক্সের স্বদেশি কানসেলো।

৮৯তম মিনিটে গাভির দারুণ ক্রস কাজে লাগিয়ে পর্তুগিজ এই ডিফেন্ডারই বার্সেলোনাকে এগিয়ে দেন ৩-২ ব্যবধানে। যা শেষ পর্যন্ত ধরে রেখে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

এই জয়ে লা লিগা পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে গতবারের চ্যাম্পিয়নরা। ৬ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট ১৬। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ১৫ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।

শেয়ার বিজনেস24.কম