facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ মার্চ মঙ্গলবার, ২০২৪

Walton

হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি কমেছে


১৪ জুলাই ২০১৬ বৃহস্পতিবার, ০৮:৪৬  এএম

শেয়ার বিজনেস24.কম


হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি কমেছে

অধিক শুল্ক আরোপ ও ভারতীয় চালের তেমন একটা চাহিদা না থাকায় হিলি স্থলন্দর দিয়ে দেশটি থেকে পণ্যটির আমদানি প্রায় শূন্যের কোটায় পৌঁছেছে। এদিকে বন্দর দিয়ে চাল আমদানি হ্রাস ও ধানের দাম বৃদ্ধি পাওয়ায় দুই সপ্তাহের ব্যবধানে পাইকারিতে চালের দাম বেড়েছে কেজিতে ২-৩ টাকা।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৪-১৫ অর্থবছর আমদানি পর্যায়ে চালের ওপর কোনো প্রকার শুল্ক আরোপ না থাকায় সে সময় হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে ৪৫-৫০ ট্রাক চাল আমদানি হতো। ২০১৫-১৬ অর্থবছরে চালের আমদানি পর্যায়ে সরকার দুই দফা শুল্ক আরোপ করায় হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে। তবে মাঝে মধ্যে দু-চার গাড়ি চাল আমদানি হচ্ছে।

২০১৪-১৫ অর্থবছরের জুনে চাল আমদানি পর্যায়ে ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়। এর পর ২০১৫-১৬ অর্থবছরের ডিসেম্বরে দেশে উত্পাদিত ধান ও চালের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার পণ্যটির আমদানি পর্যায়ে আরো ১০ শতাংশ শুল্ক আরোপ করে। এতে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি ব্যাপক হারে কমে যায়।

বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা হিলি পোর্ট লিংক লিমিটেড কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে বন্দর দিয়ে ৬৫টি ট্রাকে ১ হাজার ৮০৮ টন চাল আমদানি হয়। ফেব্রুয়ারিতে ৯৮টি ট্রাকে ৩ হাজার ৫০, মার্চে ৩৭টি ট্রাকে ১ হাজার ৯৫, এপ্রিলে ৮০টি ট্রাকে ২ হাজার ২১৮, মে মাসে ১০১টি ট্রাকে ২ হাজার ৪০২ ও জুনে ৩৭টি ট্রাকে ১ হাজার ৯৭ টন চাল আমদানি হয়। এভাবে গত ছয় মাসে ৪১৮টি ট্রাকে ১১ হাজার ৬৭০ টন চাল আমদানি হয়, যেখানে গত বছরের একই সময়ে ৪ হাজার ১০১টি ট্রাকে ১ লাখ ২৮ হাজার ৪৪৬ টন চাল আমদানি হয়েছিল। অন্যদিকে চলতি মাসের ২ থেকে ১০ তারিখ পর্যন্ত দুই ট্রাক চাল আমদানি হয়েছে।

বাংলাহিলি বাজারের পাইকারি চাল ব্যবসায়ী অনুপ কুমার বসাক জানান, শুল্ক আরোপের ফলে বন্দর দিয়ে পণ্যটির আমদানি কমে গেছে। ফলে বাজারে দেশী জাতের চালের চাহিদা বেড়েছে। এছাড়া বাজারে ধানের দর বৃদ্ধির কারণে কিছুটা বাড়তির দিকে রয়েছে চালের দাম। বর্তমানে বাজারে স্বর্ণা জাতের চাল পাইকারিতে প্রতি কেজি ২৮ জাতের চাল ৩০ টাকায় বিক্রি হচ্ছে। একই পরিমাণ মিনিকেট জাতের চাল ৪০, নাজিরশাইল ৩২, মোটা চাল ২৬, চিনিগুঁড়া জাতের বিরানির চাল ৯০ ও কাটারিভোগ ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। ১৫ দিন আগে এসব জাতের চাল প্রতি কেজি ২-৩ টাকা কম দরে বিক্রি হয়েছিল। পাইকারির তুলনায় খুচরায় প্রতি কেজি চাল ২-৩ টাকা বেশি দরে বেচাকেনা হচ্ছে।

তিনি আরো জানান, বন্দর দিয়ে চাল আমদানি এ ধারা ও বাজারে ধানের দর বৃদ্ধি অব্যাহত থাকলে সামনের দিনগুলোয় চালের দাম আরো কিছুটা বাড়তে পারে বলে।

হিলি স্থলবন্দরের চাল আমদানিকারক মেসার্স টুম্পা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. মামুনুর রশীদ লেবু জানান, গত আমন ও বোরো মৌসুমে দেশের সব এলাকায় ব্যাপক হারে ধানের আবাদ ও ফলন ভালো হওয়ায় বাজারে দেশী চালের ব্যাপক সরবরাহ রয়েছে। ফলে বাজারে ভারত থেকে আমদানি করা চালের চাহিদা অনেকটাই কমে গেছে। বর্তমানে প্রতি টন চাল প্রকারভেদে ৪১০ থেকে ৪৩০ ডলার মূল্যে আমদানি হচ্ছে। তার ওপর আরোপিত শুল্ক পরিশোধ করে যে দাম পড়ছে, তার তুলনায় বাজারে তেমন দর পাওয়া যাচ্ছে না। এছাড়া চাল আমদানিতে ঘাটতি তো আছেই। সব মিলিয়ে ব্যবসায় লোকশানের আশঙ্কায় ভারত থেকে চাল আমদানি বন্ধ রাখতে এক প্রকার বাধ্য হয়েছি। বর্তমানে বন্দর দিয়ে সামন্য পরিমাণ বিরিয়ানির চাল আমদানি হচ্ছে।

হিলি স্থলবন্দর পরিচালনাকারী পানামা হিলি পোর্টের জনসংযোগ-বিষয়ক কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাব বলেন, আগে বন্দর দিয়ে প্রতিদিন গড়ে ৩০-৪০ ট্রাক চাল আমদানি হতো। কিন্তু বর্তমানে শুল্ক বৃদ্ধির ফলে হিলি স্থলবন্দর দিয়ে চালের আমদানি প্রায় বন্ধ হয়ে গেছে বললেই চলে। মাঝেমধ্যে দু-চার ট্রাক চাল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি হচ্ছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: