ঢাকা   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিলেন রাজশাহীর ২ এমপি

রাজনীতি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩:৩৮, ২৮ নভেম্বর ২০২৩

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিলেন রাজশাহীর ২ এমপি

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পাওয়ার পরও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে রাজশাহীর দুই জন সংসদ সদস্য (এমপি) মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে রাজশাহী-৪ (বাগমারা) আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের এমপি অধ্যাপক ডা. মনসুর রহমানের পক্ষের লোকজন নিজ নিজ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

দুপুরে বাগমারা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে এমপি এনামুলের পক্ষে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তার সঙ্গে এনামুল হকের অনুসারী কয়েক নেতা ও এনা গ্রুপের স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে তাহেরপুর পৌরসভার মেয়র এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপ-কমিটির সদস্য অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদকে। কালামের পক্ষে সোমবার (২৭ নভেম্বর) সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

ইঞ্জিনিয়ার এনামুল হকের পক্ষে মনোনয়নপত্র তোলার বিষয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বলেন, ‘সংসদ সদস্যের নির্দেশে তিনি মনোনয়নপত্র তুলেছেন। এনামুল হক ঢাকা থেকে আজই (মঙ্গলবার) আসবেন।’

তিনি দাবি করেন, তাদের পক্ষে দলের ৮০ শতাংশ নেতাকর্মী আছেন। দলের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক প্রার্থী হয়েছেন এনামুল হক। এতে দলীয় প্রভাব পড়বে না বলেও দাবি করেন তিনি।

এদিকে দলের নির্দেশনা উপেক্ষা করে রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মনসুর রহমানও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে এমপি মনসুরের পক্ষে দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী নেতা আমিনুল হক টুলু সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে এই মনোনয়নপত্র উত্তোলন করেন।

এমপি মনসুরের পক্ষে মনোনয়নপত্র উত্তোলনের বিষয়ে জানতে চাওয়া হলে আমিনুল হক টুলু বলেন, দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. মনসুর রহমান।

 

শেয়ার বিজনেস24.কম