ঢাকা   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন এ. কে. আজাদ

রাজনীতি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:১৫, ২৮ নভেম্বর ২০২৩

স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন এ. কে. আজাদ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ (সদর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বিশিষ্ট শিল্পপতি এ. কে. আজাদ। এ লক্ষ্যে দীর্ঘদিন ধরে এলাকায় তৎপরতাও চালিয়েছেন। তবে শেষ পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন জোটেনি তার ভাগ্যে। অবশ্য তাতে দমে যাচ্ছেন না ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন-এফবিসিসিআইয়ের সাবেক এই সভাপতি। নৌকা না পেয়ে এবার স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সোমবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টায় ফরিদপুর শহরের ঝিলটুলিতে নিজ বাসভবনের মিলনায়তনে সমর্থক ও নেতাকর্মীদের এক সভায় এ ঘোষণা দিয়েছেন আজাদ।

সভা শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ফরিদপুর অঞ্চলে জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়নের ধারার সূচনা করেছেন সেটি অব্যাহত রাখতে ও আমার সমর্থকদের কথা বিবেচনা করে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাই। ব্যবসা-বাণিজ্য, শিল্প, শিক্ষা, চিকিৎসা- এসব খাতে কাজ করতে চাই আমি। বিশেষ করে শিল্পে পিছিয়ে পড়া এই অঞ্চলের শিল্প কারখানা প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে আমার। অল্পশিক্ষিত ও শিক্ষিত বেকার সমাজকে কর্মসংস্থানের সুযোগ দিতে আমি রাজনীতিতে আগ্রহী হয়েছি। আমি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলাম, সেটা না পেলেও আমি স্বতন্ত্রভাবে সংসদ সদস্য হয়ে জনগণের পাশে দাঁড়াতে চাই।’

এ সময় এ কে আজাদের সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক হোসেন, ফরিদপুর শহর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, যুগ্ম আহ্ববায়ক মনিরুজ্জামান মনির, অ্যাডভোকেট বদিউজ্জামান বাবুল, ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শাহ আলম মুকুল, জেলা আওয়ামী লীগের সদস্য শহিদুল ইসলাম নিরু, অপর সদস্য ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্যের মজিবুর রহমান চৌধুরী নিক্সনের প্রতিনিধি অ্যাডভোকেট শায়েদিদ গামাল লিপু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুসরাত রসুল তানিয়া, ফরিদপুর সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মানোয়ার হোসেন, ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ মুন্সি, চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান শামসুন নাহার মুহিত, আলিয়াবাদ ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুক ডাবলু, ডিক্রীরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু, কানাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির মোহাম্মদ বেলায়েত হোসেন, অম্বিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ চৌধুরী বারিসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

শেয়ার বিজনেস24.কম