facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪

Walton

সূর্যকুমার যাদবকে ‘স্কাই’ নাম দিয়েছিলেন কে


০৩ জুন ২০২৩ শনিবার, ০১:৪২  পিএম

স্পোর্টস ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


সূর্যকুমার যাদবকে ‘স্কাই’ নাম দিয়েছিলেন কে

ভারতের ক্রিকেট আকাশে নতুন তেজস্বী সূর্য হয়ে উদয় হয়েছেন সূর্যকুমার যাদব। চারদিকে শট খেলতে পটু হার্ডহিটার ব্যাটার পেয়ে গেছেন ৩৬০ ডিগ্রি ব্যাটারের তকমা। কিন্তু সবচেয়ে আলাদা যেটি সূর্য উড়িয়ে-ঘুরিয়ে শট খেলতে পারেন। যেন পুরো আকাশটা তার, তাই তো মোক্ষম একটা নামও পেয়েছেন স্কাই। তাতেই বরং বেশি পরিচিত ভারতের ব্যাটার। কে প্রথমবার তাকে নামটি দিয়েছেন? বা সূর্যর সঙ্গে স্কাই নামটি কীভাবে জুড়ে গেল?

অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে নামার আগে সূর্য দিয়েছেন ঝটিকা প্রশ্নের উত্তর। তাতেই খোলাসা করেছেন স্কাই নামের রহস্য। ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে সূর্য দ্রুতগতির প্রশ্নের উত্তর দিচ্ছেন।

ভিডিওটি শুরুর প্রশ্ন ছিল, সূর্যকুমারকে প্রথমবার কে স্কাই বলে ডেকেছিল? জবাবে সূর্য বলেছেন, ২০১৪ সালে যখন তিনি কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে খেলতেন তখন পেয়েছেন নামটা। কেকেআরের তখনকার অধিনায়ক গৌতম গম্ভীর তাকে এ নামে ডাকতেন। পরে সবাই তাকে স্কাই বলে ডাকতে থাকেন, ‘এ নামটি এসেছিল ২০১৪/১৫ সালে যখন আমি কেকেআরের হয়ে খেলছিলাম। সে সময় গৌতি ভাই (গৌতম গম্ভীর) এ নাম দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে, সূর্যকুমার যাদব খুব লম্বা এবং সেখান থেকে স্কাই নামটি এসেছিল।’

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: