ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

সফলভাবে ৩ হাজার ঋণ দিয়েছে দ্রুতলোন

অর্থ ও বাণিজ্য

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:১১, ২৮ নভেম্বর ২০২৩

সফলভাবে ৩ হাজার ঋণ দিয়েছে দ্রুতলোন

১ লাখ ২৫ হাজার ডলারের বিনিয়োগ পেয়েছে ফিনটেক স্টার্টআপ দ্রুতলোন।

জানা গেছে, বিনিয়োগের প্রথম পর্যায়ে তারা এই অর্থ পেয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিনিয়োগ এসএমই খাতে বড় ধরনের পরিবর্তনে প্রভাবক হিসেবে কাজ করবে।

এ বিনিয়োগ পাওয়ার পেছনে অনেক কারণ হিসেবে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্রুতলোনের খেলাপি ঋণ না থাকা। দ্রুতলোন সফলভাবে ৩ হাজার ঋণ দিয়েছে, অর্থের দিক থেকে যার পরিমাণ ২০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

আরও জানানো হয়েছে, অর্থনৈতিক উন্নয়ন চলমান রাখতে দ্রুতলোন এক হাজার এসএমই সেন্টার খুলবে। ফলে মানুষ অনেক সহজে দ্রুতলোনের কাছে পৌঁছাতে পারবে। দ্রুত ফিনটেক লিমিটেড (দ্রুতলোন) অর্থনৈতিক বাজারে প্রযুক্তিনির্ভর অর্থনৈতিক পরিবর্তনে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে। যদি নিকট ভবিষ্যতে আরও সফল বিনিয়োগ আসার সম্ভাবনা তৈরি হয়, তাহলে দ্রুতলোন এমএসএমই খাতের অগ্রযাত্রায় আমূল পরিবর্তন নিয়ে আসতে পারবে।

শেয়ার বিজনেস24.কম