facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

রোজায় চিনির দাম কেজিতে ৫ টাকা কমবে: বাণিজ্যমন্ত্রী


১৯ মার্চ ২০২৩ রবিবার, ১২:৪১  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


রোজায় চিনির দাম কেজিতে ৫ টাকা কমবে: বাণিজ্যমন্ত্রী

রোজার প্রথম সপ্তাহে চিনির দাম পাঁচ টাকা কমবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শুল্ক ছাড় দেওয়ায় চিনির দাম কমাতে ব্যবসায়ীরা সম্মত হয়েছে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘আমরা ব্যবসায়ীদের চিনির দাম কেজিতে পাঁচ টাকা কমানোর অনুরোধ করছি। তারা আমাদের সঙ্গে একমত হয়েছেন। আশা করি, রোজার প্রথম সপ্তাহেই চিনির দাম কেজিতে ৫ টাকা কমবে।’

রোববার (১৯ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনাসংক্রান্ত টাস্কফোর্সের ষষ্ঠ সভা’ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। টিপু মুনশি বলেন, ‘চিনির যে শুল্ক ছাড় দেওয়া হয়েছে, সেই সুবিধা এখনও পাওয়া যায়নি। শুল্ক ছাড়ের চিনি কয়েক দিনের মধ্যেই বাজারে আসবে। আমরা আশা করি, রোজার প্রথম সপ্তাহেই চিনির যে দাম তা থেকে কেজিতে ৫ টাকা কমবে।’

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: