ঢাকা   রোববার ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

মেঘনা ব্যাংকে নতুন দুই ডিএমডি

মেঘনা ব্যাংকে নতুন দুই ডিএমডি

কিমিয়া সাদাত ও মো. ছাদেকুর রহমান মেঘনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন।

এই পদোন্নতির আগে তাঁরা ব্যাংকটির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

সাদাত ২০১৯ সালে মেঘনা ব্যাংকে যোগ দেন। তিনি এশিয়ান ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স হোলসেল ব্যাংকিং অ্যাওয়ার্ড-২০২১ এর মাধ্যমে ব্যাংকের জন্য প্রথম আন্তর্জাতিক পুরস্কার অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। লোকাল ও মাল্টিন্যাশনাল উভয় ব্যাংকিংয়ে তাঁর প্রায় ২০ বছরের অভিজ্ঞতা রয়েছে। মো. ছাদেকুর রহমান এর আগে মেঘনা ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব ট্রেজারি হিসেবে কর্মরত ছিলেন।

শেয়ার বিজনেস24.কম