ঢাকা   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

মিষ্টিজাত পণ্যে মূসক কমানোর প্রস্তাব বাজেটে

মিষ্টিজাত পণ্যে মূসক কমানোর প্রস্তাব বাজেটে

এখন থেকে সুখবর পেলে আরও বেশি মিষ্টিমুখ করতে পারেন। কারণ বাজেটে সে প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (১ জুন) বিকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মিষ্টান্ন ভান্ডারের ওপর থেকে মূল্য সংযোজন কর কমানোর প্রস্তাব করেছেন।

অর্থমন্ত্রী বাজেট বক্তব্যে বলেন, ’মিষ্টান্ন ভান্ডারসেবা থেকে কাঙিক্ষত রাজস্ব আদায়ের লক্ষ্যে এ খাতে বলবৎ ১৫ শতাংশ মূসক হার হ্রাসপূর্বক ৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করছি। অর্থমন্ত্রীর এ প্রস্তাবে মূলত মিষ্টিজাত পণ্যের ওপর মূসক কমছে অর্ধেক। এর প্রভাবও হয়তো পড়বে মিষ্টির দামের ওপর। ফলে কমতে পারে মিষ্টান্নজাতীয় পণ্যের দাম।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০৪১ সালের মধ্যে সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যকে সামনে রেখে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বড় লক্ষ্য নিয়ে জাতীয় সংসদে দেওয়া আ হ ম মুস্তফা কামালের এটি অর্থমন্ত্রী হিসেবে টানা পঞ্চম বাজেট। আর আওয়ামী লীগ সরকারের ২৩তম ও বাংলাদেশের ৫২তম বাজেট।

শেয়ার বিজনেস24.কম