
এখন থেকে সুখবর পেলে আরও বেশি মিষ্টিমুখ করতে পারেন। কারণ বাজেটে সে প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (১ জুন) বিকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মিষ্টান্ন ভান্ডারের ওপর থেকে মূল্য সংযোজন কর কমানোর প্রস্তাব করেছেন।
অর্থমন্ত্রী বাজেট বক্তব্যে বলেন, ’মিষ্টান্ন ভান্ডারসেবা থেকে কাঙিক্ষত রাজস্ব আদায়ের লক্ষ্যে এ খাতে বলবৎ ১৫ শতাংশ মূসক হার হ্রাসপূর্বক ৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করছি। অর্থমন্ত্রীর এ প্রস্তাবে মূলত মিষ্টিজাত পণ্যের ওপর মূসক কমছে অর্ধেক। এর প্রভাবও হয়তো পড়বে মিষ্টির দামের ওপর। ফলে কমতে পারে মিষ্টান্নজাতীয় পণ্যের দাম।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০৪১ সালের মধ্যে সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যকে সামনে রেখে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বড় লক্ষ্য নিয়ে জাতীয় সংসদে দেওয়া আ হ ম মুস্তফা কামালের এটি অর্থমন্ত্রী হিসেবে টানা পঞ্চম বাজেট। আর আওয়ামী লীগ সরকারের ২৩তম ও বাংলাদেশের ৫২তম বাজেট।
শেয়ার বিজনেস24.কম