ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

মাদরাসাছাত্রীকে ধর্ষণে যুবক গ্রেফতার

গ্রামবাংলা

প্রকাশিত: ২০:১৩, ১৭ নভেম্বর ২০১৬

মাদরাসাছাত্রীকে ধর্ষণে যুবক গ্রেফতার

পিরোজপুরে পঞ্চম শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে (১২) ধষর্ণের অভিযোগে মহসিন মাঝি (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার মাদরাসা ছাত্রীর পরিবার থানায় অভিযোগ করলে দুর্গাপুর বাজার থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়।

ওই ছাত্রী পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর গ্রামের জিন্নত আলী মীর মেয়ে।

মেয়েটির মা কুলসুম বেগম জানান, দুর্গাপুর গ্রামের আলাউদ্দিন মাঝির ছেলে মহসিন মাঝি বুধবার গভীর রাতে পাশের বাড়ির চা দোকানদারের বসত ঘরে কৌশলে প্রবেশ করে। এরপর গামছা দিয়ে ওই মেয়ের মুখ বেঁধে দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের পাশে নির্জন স্থানে নিয়ে যায় এবং ধর্ষণ করে। ঘটনার আগে মেয়েটি নিজ ঘরে ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল।

এ ঘটনায় মহসিনকে আসামি করে মেয়েটির মা কুলসুম বেগম বৃহস্পতিবার দুপুরে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ননী গোপাল রায় বলেন, মেয়েটিকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। ল্যাবরেটরি পরীক্ষার পর চূড়ান্ত প্রতিবেদন দেয়া হবে।

পিরোজপুর সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত মহসিনকে গ্রেফতার করা হয়েছে। ডাক্তারি পরিক্ষার পর ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার বিজনেস24.কম