ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

বিয়েতে নাচতে নাচতে হৃদরোগে ঘোড়ার ওপরেই মারা গেলেন বর!

বিশেষ প্রতিবেদন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:৪৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

বিয়েতে নাচতে নাচতে হৃদরোগে ঘোড়ার ওপরেই মারা গেলেন বর!

ভারতের মধ্যপ্রদেশের শেওপুরে মর্মান্তিক দুর্ঘটনা! বিয়ে করতে ঘোড়ায় চড়ে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো বরের। শুক্রবার রাতে ঘটনার পর তার মৃত্যু মেনে নেয় চিকিৎসকরা।

ভিডিওতে দেখা গেছে, বিয়েবাড়িতে উৎসবের পরিবেশ। ঘোড়ায় চড়ে বরের আগমন, চারপাশে আত্মীয়-স্বজনের আনন্দঘন পরিবেশ, নাচ-গান—সবই ছিলো। কিন্তু আনন্দের এই মধুর মুহূর্তেই ঘটে যায় অঘটন।

নাচতে নাচতে হঠাৎই অসুস্থ বোধ করেন বর, আর ঘোড়ার পিঠে বসে থাকতে থাকতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। সেখানেই লুটিয়ে পড়েন, দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃত যুবকের নাম প্রদীপ জাট, তিনি সুনসওয়াদা গ্রামের বাসিন্দা ও কংগ্রেস ছাত্র শাখার প্রাক্তন জেলা সভাপতি। অত্যন্ত শোকাবহ এই ঘটনার ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

শেয়ার বিজনেস24.কম