
বিএনপি সব সময় নির্বাচনমুখী তাই যে কোনো সময়ে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত। বললেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের বড়বাড়ীতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমাদের দল নির্বাচনকে ভয় পায় না। আমরা যে কোনো সময় প্রস্তুত আছি এর জন্য। তবে নির্বাচনের সময়ে আওয়ামী লীগকে সরে দাঁড়িয়ে যোগ্য কমিশনের অধীনে নির্বাচন দিতে হবে।
মির্জা ফখরুল বলেন, ক্ষমতায় গিয়ে দেশ চালানোর জন্য আওয়ামী লীগ সবসময় এককভাবে নির্বাচন করে। জনগণের ভোটাধিকারে তারা বিশ্বাস করে না। প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে সব দলের অংশগ্রহণের পরিবেশ সৃষ্টি করতে হবে।
শেয়ার বিজনেস24.কম