facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

“বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন” তহবিলে ডিএসই’র অর্থ প্রদান


০১ জুন ২০২৩ বৃহস্পতিবার, ০২:৪৪  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


“বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন” তহবিলে ডিএসই’র অর্থ প্রদান

“বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন” তহবিলে অর্থ প্রদান করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের শ্রমিক কল্যাণ তহবিলের বোর্ড অব ট্রাস্টি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন, ২০০৬ এর ধারা ১৪ এবং বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০১৮)-এর ধারা ২৩৪(১)(খ) অনুযায়ী ডিএসই ২০২১-২০২২ অর্থবছরের “বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন” তহবিলের জন্য সংরক্ষিত ৯০ লাখ ১৮ হাজার ৭৯০ টাকার একটি চেক গতকাল ৩১ মে তারিখ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ এহছানে এলাহীর কাছে হস্তান্তর করেন৷

এ সময় তার সাথে ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মোল্লা জালাল উদ্দিন এনডিসি৷ চেক হস্তান্তর করেন ডিএসই’র শ্রমিক কল্যাণ তহবিলের বোর্ড অব ট্রাস্ট্রির চেয়ারম্যান ঢাকা স্টক এক্সচেঞ্জের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া৷

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব আহসান হাবিব, কাজী মামুন, নাদিয়া আফরিন লিজা এবং ডিএসইর শ্রমিক কল্যান ফানডের হিসাব রক্ষক মোহাম্মদ হারুন-অর-রশিদ পাঠান৷

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: