ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

বলিউড অভিনেতার সঙ্গে অন্তরঙ্গ জয়া আহসান!

বিনোদন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০:২০, ২৩ নভেম্বর ২০২৩

বলিউড অভিনেতার সঙ্গে অন্তরঙ্গ জয়া আহসান!

ক্রমশ নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন জয়া আহসান। পর্দায় প্রতিনিয়ত ভাঙছেন নিজেকে। চরিত্রের ক্ষেত্রে ছাড় দেন না এক চিলতে পরিমাণ। গল্পের প্রয়োজনে ক্যামেরার সামনে সাহসী দৃশ্যেও সাবলীল তিনি। এর আগেও একাধিকবার বোল্ড সিনে দেখা গেছে তাকে। এবার বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে অন্তরঙ্গ দেখা গেছে জয়াকে।

জয়ার মুক্তিপ্রতীক্ষিত বলিউড সিনেমা ‘কড়ক সিং’। এরইমধ্যে প্রকাশ পেয়েছে ট্রেলার। সেখানেই বিছানায় পঙ্কজের সঙ্গে দেখা অন্তরঙ্গ অবস্থায় গেছে জয়াকে। ৪৪ সেকেন্ডের সে ট্রেলার শেয়ার দিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘একটি ঘটনা, চারটি গল্প, একটি অস্পষ্ট সত্য। কড়ক সিং কি তার সত্যটা খুঁজে বের করতে পারবে?’

একটি ভেঙে যাওয়া পরিবারের গল্প নিয়ে এগিয়ে যাবে জয়ার হিন্দির সিনেমার গল্প। জয়া, পঙ্কজ, পার্বতীর সঙ্গে আরও থাকছেন ‘দিল বেচারা’ ছবির অভিনেত্রী সাঞ্জানা সাংভি। এতে জয়ার চরিত্রের নাম ন্যায়না।

এর আগে ছবিটি নিয়ে জয়া বলেছিলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে, অনিরুদ্ধ রায় চৌধুরী বা যাকে আমরা টনি দা বলে ডাকি, তার নেতৃত্বে এমন অসাধারণ টিমে কাজ করতে পেরেছি। পঙ্কজ ত্রিপাঠি এবং অন্য যারা আছেন, তাদের সঙ্গে কাজ করা আমার জন্য অনেক বড় অভিজ্ঞতা। এবং আমি কাজের প্রত্যেকটি মুহূর্ত ভালোবেসেছি।’

অন্যদিকে পঙ্কজ জানিয়েছিলেন, তিনি এই ছবিতে চুক্তিবদ্ধ হন কয়েকটি কারণে। কারণগুলো উল্লেখ করে গত বছর শুটিংয়ের সময় তিনি বলেছিলেন, ‘এই সিনেমায় যুক্ত হওয়ার পেছনে তিনটি কারণ আছে। প্রথমত, আমি ইদানিং অনেক স্ক্রিপ্ট পড়েছি, তবে এটা অন্যতম সেরা। দ্বিতীয়ত, অনিরুদ্ধ রায় চৌধুরীর মতো অসাধারণ নির্মাতার সঙ্গে কাজ করার ইচ্ছে আগে থেকেই ছিল। আর তৃতীয়ত, উইজ ফিল্ম একটি দারুণ প্রযোজনা প্রতিষ্ঠান।’

ট্রেলারে পাওয়া গেছে রহস্যের গন্ধ। কয়েকবার দেখা গেছে জয়াকে। গোয়েন্দাধর্মী গল্পে নির্মিত হয়েছে এই ছবি। এর গল্প লিখেছেন বিরাফ সরকারি, রিতেশ শাহ ও নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী। ৮ ডিসেম্বর ওটিটি মাধ্যম জি-ফাইভে মুক্তি পাবে ছবিটি।

শেয়ার বিজনেস24.কম