ঢাকা   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

“যুদ্ধ নয়, ব্যবসার খেলা”—নচিকেতার বিস্ফোরক মন্তব্য

বিনোদন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৯:৩০, ৭ মে ২০২৫

“যুদ্ধ নয়, ব্যবসার খেলা”—নচিকেতার বিস্ফোরক মন্তব্য

ভারত-পাকিস্তান সীমান্তে ফের উত্তেজনা। পেহেলগামে জঙ্গি হামলার ঠিক ১৫ দিনের মাথায়, মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ নামে বিমান হামলা চালিয়েছে ভারত। এই ঘটনায় দুই দেশের তারকারা নানান প্রতিক্রিয়া জানালেও একেবারে ব্যতিক্রমী মন্তব্য করে আলোচনার কেন্দ্রে এসেছেন বাংলা গানের জনপ্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তী।

আনন্দবাজার ডটকমকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নচিকেতা বলেন, “আমি যুদ্ধ নিয়ে আতঙ্কিত। কারণ এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ মানুষ—আপনি, আমি, আমাদের মতো সাধারণ নাগরিক।” তিনি দাবি করেন, “সারা পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে, সব কিছুর পেছনে রয়েছে ব্যবসার স্বার্থ। সব যুদ্ধই আসলে ‘স্পনসরড’। চাইলে প্রমাণ করে দেব।”

নচিকেতার মতে, যুদ্ধ নিয়ে যে উন্মাদনা তৈরি হয়, তা নির্দিষ্ট একটি শ্রেণিকে লাভবান করতেই। তিনি ইতিহাস থেকে উদাহরণ টেনে বলেন, “দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রকফেলারের তেল কোম্পানি জার্মানি ও ইতালি—দুই পক্ষকেই পেট্রল সরবরাহ করেছিল। কারও মতে এটি ছিল রাজনৈতিক সিদ্ধান্ত, কেউ বলেন নিছক ব্যবসা। কিন্তু এতে লাভ হয়েছিল নির্দিষ্ট কিছু গোষ্ঠীরই।”

শেষ পর্যন্ত নচিকেতার কণ্ঠে শোনা গেল এক করুণ সত্য—যুদ্ধ মানেই মুনাফার খেলা। আর কারা এই মুনাফা তোলে, তা যারা বোঝার তারা বুঝেই নেন।

এ বক্তব্যে নতুন করে প্রশ্ন উঠেছে—যুদ্ধের পেছনে আসল চালকের আসনে কে? নচিকেতা যেন সেই অদৃশ্য ব্যবসায়িক স্বার্থের মুখোশ খুলে দিলেন।