
কাজী হাবিবুল আউয়াল
প্রধান নির্বাচন কমিশনার, সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কারচুপি হলে দেশের অর্থনীতি, ভবিষ্যৎ এবং গার্মেন্টস শিল্প বিপন্ন হয়ে পড়বে। তিনি বলেন, নির্বাচনে বাইরেরও হাত আছে এবং তারা থাবা বিস্তার করে রেখেছে। সিইসি আরও বলেন, তিনি এবং নির্বাচন কমিশন কারচুপি প্রতিরোধে যথাসাধ্য চেষ্টা করবেন।
আজ সোমবার আগারগাঁওয়ের ইলেকট্রোটাল ট্রেনিং ইনস্টিটিউটে (ইটিআই) নির্বাচনী তদন্ত কমিটির প্রশিক্ষণের উদ্বোধনকালে তিনি আজ এ কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনে বাইরের হাত থাকার অর্থ হলো, বিদেশি শক্তির প্রভাব থাকতে পারে। তিনি বলেন, এটি একটি বাস্তবতা। তিনি বলেন, আসন্ন নির্বাচনে কারচুপি হলে দেশের অর্থনীতি, ভবিষ্যৎ এবং গার্মেন্টস শিল্প বিপন্ন হয়ে পড়বে।
সিইসি বলেন, তিনি এবং নির্বাচন কমিশন কারচুপি প্রতিরোধে যথাসাধ্য চেষ্টা করবেন। তিনি বলেন, তবে, নির্বাচনের সংস্কৃতিতে কারচুপি একটি অভ্যাস হয়ে গেছে। তিনি বলেন, এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।
সিইসি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য করে বলেন, বিচার বিভাগের কাজ হলো স্বাধীনভাবে কাজের পরিবেশ তৈরি করা। তিনি বলেন, বিচার বিভাগের ওপর মানুষের আস্থা অনেক বেশি। তিনি বলেন, বিচারকদের সাহসিকতা এবং সততা থাকতে হবে।
সিইসি বলেন, গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে হলে নির্বাচনকে বাঁচিয়ে রাখতে হবে। তিনি বলেন, নির্বাচন নিয়ে বিতর্ক অনাকাঙ্ক্ষিত। তিনি বলেন, নির্বাচন ক্রেডিবল, ফ্রি, ফেয়ার হয়েছে কিনা তা জনগণের কাছে গ্রহণযোগ্য হতে হবে।
শেয়ার বিজনেস24.কম