
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষমতা সরকারের নেই বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তার দাবি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের যে সিন্ডিকেট এতে সরকারই সম্পৃক্ত। শনিবার (১৮ মার্চ) রাজধানীর পল্টন মোড়ে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ দাবি করেন। ‘আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে’ এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সমাবেশটির আয়োজন করে গণতন্ত্র মঞ্চ।
সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় নেতা সৈয়দ হাসিব উদ্দিন হোসেন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সারসহ আরও অনেকে বক্তব্য দেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, ’এই সরকার নিজেই একটা সিন্ডিকেট। ভোট ডাকাতির সিন্ডিকেট, লুটপাটের সিন্ডিকেট, জনগণের ওপরে নির্যাতনের সিন্ডিকেট। আর তাদের সিন্ডিকেটের শাখা হচ্ছে দ্রব্যমূল্য বাড়িয়ে অথবা সুবিধামতো জনগণের পকেট কেটে নিজেদের পকেট ভারী করার জন্য নিজেদের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন মিলে সমগ্র জনগোষ্ঠীকে ধরে অত্যাচার-নির্যাতন চালিয়ে যাওয়া।’
তিনি বলেন, ’দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিরোধী দলের আন্দোলনকে আরও বেগবান করতে হবে। আন্দোলনের এই বাতাসে আরও বাতাস দিয়ে চাঙ্গা করতে থাকব; যাতে রোজার পরে আমাদের পাওনা কড়ায়-গন্ডায় আদায় করে নিতে পারি। আমরা সবার সমর্থন চাই। দেশবিদেশে যারা আছেন সবার সমর্থন চাই।’
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ’তিস্তা থেকে ভারতের পশ্চিমবঙ্গ সরকার দুটা খাল কেটে আবার সেখানে পানি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। প্রয়োজনীয় অর্থ ইতোমধ্যে বরাদ্দ করা হয়েছে। সরকার এত নতজানু যে একটা সাধারণ প্রতিবাদ করার সাহস পায়নি।’
গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, ’আওয়ামী লীগের পাণ্ডারা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ তছনছ করেছে। সুপ্রিম কোর্ট আর সুপ্রিম কোর্ট নেই। এটা এখন আওয়ামী লীগের দখলে চলে গেছে।’ গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে রমজান মাসে গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন।
শেয়ার বিজনেস24.কম