ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

তাইপেকে হারিয়ে সেমিতে বাংলাদেশ

খেলার জগৎ

প্রকাশিত: ২০:৫৫, ২১ নভেম্বর ২০১৬

তাইপেকে হারিয়ে সেমিতে বাংলাদেশ

হংকংয়ে চলমান এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ। সোমবার হংকংয়ের কিংস পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের দ্বিতীয় ম্যাচে জিমিরা ৪-২ গোলে হারিয়েছে চাইনিজ তাইপেকে।

প্রথম ম্যাচে লাল-সবুজ জার্সিধারীরা একই ব্যবধানে হারিয়েছিল স্বাগতিক হংকংকে। টানা দুই জয়ে টুর্নামেন্টের শিরোপা ধরে রাখার পথে আরেক ধাপ এগিয়ে গেলো জিমি-চয়নরা। এ জয়ে নিশ্চিত হয়েছে বাংলাদেশের সেমিফাইনাল।

১৭ মিনিটে বাংলাদেশকে এগিয়ে দেন মিডফিল্ডার রোমান সরকার। ২৪ মিনিটে ব্যবধান বাড়ান পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ আশরাফুল ইসলাম। ২৯ মিনিটে অধিনায়ক রাসেল মাহমুদ জিমির ফিল্ড গোলে বাংলাদেশ এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।

এ স্কোরেই বিরতিতে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধের শুরুটা ভীতিকর হয়ে উঠে লাল-সবুজদের। ৪১ মিনিটে লু সাং তিং ফিল্ড গোল করে ব্যবধান কমান। ৭ মিনিট পর ব্যবধান ৩-২ করে চাইনিজ তাইপে। পেনাল্টি স্ট্রোকে গোল করেন মিয়েন ইং সেন। ৫২ মিনিটে বাংলাদেশের আরেক পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ মামুনুর রহমান চয়ন দলের চতুর্থ গোল করেন।

শেয়ার বিজনেস24.কম