
রাজের নতুন জুটি ফারিণ, আসছে অ্যাকশন থ্রিলার ‘ইনসাফ’
বছরের শুরুতে খবর এসেছিল, শরীফুল রাজ অভিনয় করতে যাচ্ছেন অনন্য মামুনের পরিচালনায় ‘দানব’ ছবিতে। সেখানে তাঁর বিপরীতে ছিলেন বিদ্যা সিনহা মিম। তবে মাসের শেষেই নতুন খবর—মিম নয়, এবার রাজের নতুন জুটি হচ্ছেন তাসনিয়া ফারিণ।
পরিচালক সঞ্জয় সমদ্দার ‘ইনসাফ’ নামের নতুন অ্যাকশন থ্রিলার ছবির জন্য এই জুটিকে একত্রিত করছেন। শুটিং শুরুর পরিকল্পনা আগামী ফেব্রুয়ারিতে।
ঢালিউডে রাজের পথচলা ও উত্থান
র্যাম্প মডেলিং থেকে চলচ্চিত্রে পা রাখেন শরীফুল রাজ। ‘আইসক্রিম’ দিয়ে যাত্রা শুরু করলেও তাঁর পরিচিতি তুঙ্গে ওঠে ‘পরাণ’ ছবির মাধ্যমে। এরপর একে একে ‘হাওয়া’, ‘দামাল’, ‘কাজলরেখা’, ‘দেয়ালের দেশ’ ও ‘ওমর’-এর মতো ছবিতে নিজের দক্ষতা দেখিয়েছেন। গেল বছর তিনি শেষ করেন ‘কবি’ ছবির শুটিং, যেখানে রাজের বিপরীতে ছিলেন কলকাতার ইধিকা পাল।
নিজের প্রস্তুতি নিয়ে রাজ বলেন, “নতুনভাবে দর্শকের সামনে আসতে চাই। ভালো গল্প আর চরিত্রের জন্য অপেক্ষা করি। এ সময়টাতে সিনেমা দেখি, বই পড়ি, জিম করি। নতুন ছবির জন্য নিজেকে গুছিয়ে রাখি।”
ফারিণের বড় পর্দায় উত্থান
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ ইতিমধ্যে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তাঁর অভিনীত প্রথম সিনেমা ‘ফাতিমা’ দেশ-বিদেশে প্রশংসিত হয়। কলকাতার অতনু ঘোষ পরিচালিত ‘আরো এক পৃথিবী’ ছবিতে অভিনয় করে আন্তর্জাতিক পুরস্কারও অর্জন করেছেন তিনি।
‘ইনসাফ’ দিয়ে ফারিণ এবার প্রথমবারের মতো ঢালিউডের মূলধারার বাণিজ্যিক ছবিতে কাজ করছেন। শুটিংয়ের আগে এ নিয়ে কিছু না বলার সিদ্ধান্ত নিয়েছেন ফারিণ।
মোশাররফ করিমের শক্তিশালী উপস্থিতি
‘ইনসাফ’ ছবিতে রাজ ও ফারিণের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তাঁর চরিত্রটি হবে নেতিবাচক। সম্প্রতি বড় পর্দায় তাঁর ‘বিলডাকিনি’ মুক্তি না পেলেও ‘ইনসাফ’-এ তাঁকে নিয়ে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।
পরিচালক সঞ্জয়ের ড্রিম প্রজেক্ট
সঞ্জয় সমদ্দার জানান, ‘ইনসাফ’ একটি অ্যাকশন থ্রিলার ছবি। তিনি বলেন, “এটি আমার ড্রিম প্রজেক্ট। গল্প ও চরিত্রের গভীরতা নিয়ে কাজ করছি। দর্শকদের জন্য নতুন কিছু উপহার দিতে চাই।”
ছবির আনুষ্ঠানিক ঘোষণা আসছে ২৮ জানুয়ারি। নতুন জুটি, শক্তিশালী কাস্ট ও আকর্ষণীয় গল্প—‘ইনসাফ’ নিয়ে ঢালিউডপ্রেমীদের প্রত্যাশা এখন তুঙ্গে।
শেয়ার বিজনেস24.কম