
আগামী জাতীয় সংসদ নির্বাচনে লড়তে ঢাকার দুটি আসন থেকে মনোনয়নপত্র তুলেছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।
সোমবার প্রতিনিধির মাধ্যমে ঢাকা মহানগরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
কল্যাণ পার্টির মহাসচিব আব্দুল আউয়াল মামুন আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ঢাকা-৫ ও ঢাকা-১৪ আসন থেকে নির্বাচন করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ২ /১ দিনের মধ্যে মনোনয়নপত্র দাখিল করা হবে।
ঢাকার ডেমরা ও যাত্রাবাড়ী এলাকা নিয়ে ঢাকা-৫ আসন গঠিত। এই আসনের বর্তমান সংসদ সদস্য ঢাকা দক্ষিণ সিটির সাবেক কাউন্সিলর কাজী মনিরুল ইসলাম।
আর ঢাকা-১৪ আসনটি মিরপুরের একাংশ ও গাবতলী এলাকা নিয়ে গঠিত। এই আসনের বর্তমান সংসদ সদস্য আগা খান মিন্টু। সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, যুবলীগের মাইনুল হোসেন খান নিখিলসহ এখন পর্যন্ত এই আসন থেকে মোট ২৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
শেয়ার বিজনেস24.কম