
করোনা মহামারিতে বলিউডের অবস্থা নাকাল ছিল। সেই সুযোগে ডানা মেলেছিল দক্ষিণি সিনেমা। অনেকে ভেবেছিলেন, বি-টাউনের দিন বুঝি শেষ। চলতি বছরের শুরুতে ‘পাঠান’ দিয়ে বলিউডে সুসময় ফিরিয়ে আনেন।
সে ছবিতে হাজির হয়ে সালমান খান আভাস দিয়েছিলেন, ধারাবাহিকতা রাখতে এ বছরই টাইগার হয়ে আসছেন তিনি। তারপর থেকেই মুখিয়ে ছিলেন ভাইজানের অনুরাগীরা। এবার অপেক্ষার অবসান হলো। প্রকাশ পেল ‘টাইগার ত্রি’র টিজার।
নিজের ফেসবুকে টিজারটি প্রকাশ করেছেন সালমান। ক্যাপশনে যা লিখেছেন তার ভাবার্থ, যতক্ষণ টাইগার বেঁচে থাকে ততক্ষণ টাইগার হারে না।
ট্রেলার প্রকাশের আগেই ছবির গল্পের সূত্র ধরিয়ে দিলেন ভাইজান। যশরাজ ফিল্মস-এর এই ফ্রাঞ্চাইজ়িতে সালমানকে দর্শক ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’-এর সদস্য অবিনাশ সিংহ রাঠোর ওরফে ‘টাইগার’ চরিত্রে দেখেন। এবার রহস্যের জাল আরও বিস্তৃত। কারণ দেশের কাছে সে একজন ‘দেশদ্রোহী’! তাই সালমান বলছেন, ‘‘ভারতের সুরক্ষার জন্য জীবনের ২০ বছর দিয়েছি। তার পরিবর্তে কিছুই চাইনি। কিন্তু আজ চাইছি।’’ দেশের কাছে নিজের ‘ক্যারেক্টার সার্টিফিকেট’ চাইছে টাইগার। টাইগার দেশপ্রেমী না কি দেশদ্রোহী, মূলত এই প্রশ্ন তুলেই তৃতীয় পর্বের গল্প এগোবে।
‘টাইগার-৩’ প্রযোজনা করেছে যশরাজ ফিল্মস। এতে সালমান ছাড়াও অভিনয় করেছেন প্রায় ৩০০ কোটি রুপি বাজেটে এই সিনেমা নির্মাণ করেছেন মনীশ শর্মা। এতে খল চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি। এ ছাড়াও আছেন আশুতোষ রানা, রণবীর শোলে, রিধি ডোগরা প্রমুখ।
শেয়ার বিজনেস24.কম