facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪

Walton

চীন সফরে আ.লীগের ১৭ সদস্যের প্রতিনিধি দল


২২ মে ২০২৩ সোমবার, ০২:২৫  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


চীন সফরে আ.লীগের ১৭ সদস্যের প্রতিনিধি দল

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটি সফরে গেছেন সরকারি দল আওয়ামী লীগের ১৭ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। রোববার (২১ মে) দিবাগত রাতে বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ছাড়েন তারা।

আওয়ামী লীগের প্রতিনিধি দলের চীন সফরের বিষয়টি সোমবার (২২ মে) নিশ্চিত করেছেন প্রতিনিধি দলের একাধিক সদস্য। তারা জানান, প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ধর্ম বিষয়ক সিরাজুল ইসলাম, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন নাহার চাপা, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, উপ-দফতর সম্পাদক সায়েম খান, সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, কেন্দ্রের কার্যনির্বাহী সদস্য সুফরা বেগম রুমি, গ্লোরিয়া সরকার ঝর্ণা, পারভীন জামান কল্পনা, আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজী, আজিজুস সামাদ আজাদ ডন, আন্তর্জাতিক উপ-কমিটির সদস্য তরুণ কান্তি দাস এবং এ কে ফাইয়াজুল হক রাজু।

এর আগে গত বৃহস্পতিবার রাতে ঢাকায় চীনা রাষ্ট্রদূতের কার্যালয়ে ফিঙ্গার প্রিন্ট দেন আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্যরা। পরে চীনা রাষ্ট্রদূতের বাসভবনে এক নৈশভোজেও অংশ নেন তারা।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: