
বলিউডে ৯০ দশকের অন্যতম সফল নায়িকা রাবিনা ট্যান্ডন। এক সময় বলিউডে রাজত্ব করেও সুদীর্ঘ ক্যারিয়ারে কিছু শর্ত মেনে চলেছেন তিনি। তবে লাস্যময়ী অবতারে পর্দায় হাজির হলেও রাবিনা পর্দায় কখনো সহ-অভিনেতাকে চুম্বন করেননি। কারণ কী?
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, সেই সময় সিনেমায় চুক্তি ততটা জটিল ছিল না। এছাড়া পর্দায় চুম্বনদৃশ্যে তিনি স্বচ্ছন্দবোধ করতেন না।
এ দাপুটে অভিনেত্রী বলেন, `একবার একটি ঘনিষ্ঠ দৃশ্যে এক অভিনেতার সঙ্গে অসতর্কতায় আমার ঠোঁট স্পর্শ করে। কিন্তু তখন কিছু করার ছিল না। শটের পর ঘরে ফিরে আমি বমি করে ফেলি। কারণ ঐ ঘটনা মনে করেই আমার অস্বস্তি হচ্ছিল।`
শিগগিরই বলিউডে পা রাখতে চলেছেন রাবিনার মেয়ে রাশা থাডানি। মেয়েকে যদি পর্দায় কখনও চুম্বনদৃশ্যে অভিনয় করতে হয় তা হলে রাবিনা কি তা মেনে নেবেন? সেই সিদ্ধান্ত আপাতত রাশার ওপরই ছেড়ে দিতে চাইছেন অভিনেত্রী। তিনি বলেন, `ও যদি স্বচ্ছন্দবোধ করে তা হলে তো কোনো সমস্যা নেই। তবে ও যদি না চায়, তা হলে কেউ ওকে জোর করে সেটা করাতে পারবে না।`
শেয়ার বিজনেস24.কম