ঢাকা   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদনে আইন মন্ত্রণালয়ের `না`

রাজনীতি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৪:১৮, ১ অক্টোবর ২০২৩

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদনে আইন মন্ত্রণালয়ের `না`

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে যাওয়ার আবেদন নাকচ করে দিয়েছে আইন মন্ত্রণালয়। রোববার (১ অক্টোবর) দুপুরে বিষয়টি জানানো হয়। মন্ত্রণালয় বলছে, ‘বিদেশে যেতে হলে আগে জেলে গিয়ে আদালতে আবেদন করতে হবে।’

এর আগে রোববার (১ অক্টোবর) দুপুরে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষ‌য়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতামত‌কে আইনিভা‌বে সঠিক।

আইনমন্ত্রী বলেন, `প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা হচ্ছে আইনের অবস্থান। আমি মনে করি, সেটাই সঠিক। মূলত আইনি‌ভাবে খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সুযোগ নেই। তারপরও তার চিকিৎসার বিষয়ে করা আবেদন যাচাই করে আজ মতামত দেয়া হবে।`

শেয়ার বিজনেস24.কম