facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

ওয়ালটন-প্রথম আলো বিশ্বকাপ ফুটবল কুইজে বিজয়ী হলেন যারা


২৩ মার্চ ২০২৩ বৃহস্পতিবার, ১০:৫০  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


ওয়ালটন-প্রথম আলো বিশ্বকাপ ফুটবল কুইজে বিজয়ী হলেন যারা

বুধবার (২২ মার্চ) বিকেল প্রথম আলো কার্যালয়ে ওয়ালটন-প্রথম আলো বিশ্বকাপ ফুটবল কুইজ ২০২২–এর ড্র অনুষ্ঠিত হয়। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনের প্রধান বিপণন কর্মকর্তা দিদারুল আলম খান, অতিরিক্ত পরিচালক এস এম আতিকুর রহমান এবং প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র, বিজ্ঞাপন বিভাগের উপমহাব্যবস্থাপক মুহাম্মেদ হুমায়ুন কবীর, সহকারী মহাব্যবস্থাপক হাসান তারেক, ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশন বিভাগের মহাব্যবস্থাপক অরূপ কুমার ঘোষ।

বিশ্বকাপ চলাকালে তিন পর্বে কুইজে অংশগ্রহণকারীদের মধ্যে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে ড্রর মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয়। প্রতি পর্বে বিজয়ীদের জন্য প্রথম পুরস্কার ছিল ওয়ালটন রেফ্রিজারেটর (২২০ লি.), দ্বিতীয় পুরস্কার ওয়ালটন ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন, তৃতীয় পুরস্কার (২টি) ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন, চতুর্থ পুরস্কার (৫টি) ওয়ালটন রাইস কুকার এবং পঞ্চম পুরস্কার ওয়ালটন (৫টি) ব্লেন্ডার।

এ ছাড়া মেগা পর্বের বিজয়ীদের জন্য প্রথম পুরস্কার ওয়ালটন এয়ারকন্ডিশনার (১ দশমিক ৫ টন), দ্বিতীয় পুরস্কার ওয়ালটন ৪৩ ইঞ্চি এলইডি টেলিভিশন, তৃতীয় পুরস্কার (২টি) ওয়ালটন রেফ্রিজারেটর (২২০ লিটার), চতুর্থ পুরস্কার (৩টি) ওয়ালটন ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন এবং পঞ্চম পুরস্কার (২টি) ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন।

শিগগিরই প্রথম আলো থেকে বিজয়ীদের সঙ্গে যোগাযোগ করে পুরস্কার হস্তান্তরের তারিখ জানানো হবে।

ওয়ালটন-প্রথম আলো বিশ্বকাপ ফুটবল কুইজের ড্র অনুষ্ঠান
প্রথম পর্বের বিজয়ী
প্রথম পুরস্কার বিজয়ী: মো. সম্রাট (চট্টগ্রাম)
দ্বিতীয় পুরস্কার বিজয়ী: কাজী আবদুল আলী (চট্টগ্রাম)
তৃতীয় পুরস্কার বিজয়ী (২ জন): রাবেয়া (ঢাকা) ও এমদাদুল হক (ঢাকা)
চতুর্থ পুরস্কার বিজয়ী (৫ জন): মো. কামাল (চট্টগ্রাম), শান্ত (ঢাকা), সৌরভ নাথ (চট্টগ্রাম), মো. ইসমাইল (মাদারীপুর) ও তানিয়া আক্তার (ঢাকা)
পঞ্চম পুরস্কার বিজয়ী (৫ জন): রনি (ঢাকা), আলী (ঢাকা), শাহেদুর (নোয়াখালী), প্রান্তি (ঢাকা) ও জয় চৌধুরী (কক্সবাজার)।

দ্বিতীয় পর্বের বিজয়ী
প্রথম পুরস্কার বিজয়ী: ইউ এন মুজাহিদ উদ্দিন আহমেদ (রংপুর)
দ্বিতীয় পুরস্কার বিজয়ী: মাবরুক আলম (ঢাকা)
তৃতীয় পুরস্কার বিজয়ী (২ জন): মোবারক খান (ঢাকা) ও অভিজিত চক্রবর্ত্তী (চট্টগ্রাম)

চতুর্থ পুরস্কার বিজয়ী (৫ জন): কে আহমেদ (চট্টগ্রাম), মো. আজাদ আলী (বরিশাল), মো. ইমরান চৌধুরী (চট্টগ্রাম), আ. আহাদ (চাঁদপুর) ও মো. গিয়াস উদ্দিন (চট্টগ্রাম)

পঞ্চম পুরস্কার বিজয়ী (৫ জন): রফিক খান (ঢাকা), মো. আরমান আলী (চট্টগ্রাম), মীম (ঢাকা), মো. সম্রাট (চট্টগ্রাম) ও সোহেল আহম্মেদ (চট্টগ্রাম)।

তৃতীয় পর্বের বিজয়ী
প্রথম পুরস্কার বিজয়ী: ইসরাত (ঢাকা)
দ্বিতীয় পুরস্কার বিজয়ী: মাসুদ (ঢাকা)
তৃতীয় পুরস্কার বিজয়ী (২ জন): মো. সজল (ঢাকা) ও রাসেল (নোয়াখালী)

চতুর্থ পুরস্কার বিজয়ী (৫ জন): সাইদা পারভীন (কুড়িগ্রাম), মীম (ঢাকা), আবুল বশর (ঢাকা), মো. বাদশা (ঢাকা) ও প্রান্তি (ঢাকা)

পঞ্চম পুরস্কার বিজয়ী (৫ জন): ফারিহা আহীর (ঢাকা), যুবরাজ (ঢাকা), এস এম খায়রুল বাসার (ঢাকা), ইকবাল আহমেদ (ঢাকা) ও এ কে এম মুস্তাফিজুর রহমান (ঢাকা)।

মেগা পর্বের বিজয়ী হলেন যারা
প্রথম পুরস্কার বিজয়ী: রোমান (ঢাকা)
দ্বিতীয় পুরস্কার বিজয়ী: সিহাব (ঢাকা)
তৃতীয় পুরস্কার বিজয়ী (২ জন): ইশতিয়াক মাহমুদ (ফেনী) ও লাকী (নারায়ণগঞ্জ)
চতুর্থ পুরস্কার বিজয়ী (৩ জন): সমীর ভট্টাচার্য (চট্টগ্রাম), অর্ণব নাথ (চট্টগ্রাম) ও জামিরুল বেগম (ঢাকা)
পঞ্চম পুরস্কার বিজয়ী (২ জন): অন্তরা নাথ (চট্টগ্রাম) ও অভিজিৎ চক্রবর্তী (চট্টগ্রাম)।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: